মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বড় হার দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে লেবাননের বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচের অনুপ্রেরণা নিয়ে কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার (১১ জুন) ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে লেবাননের বিপক্ষে দ্বিতীয় লেগে জয়ের স্বপ্নে মাঠে নেমেছিলেন জামাল ভূঁইয়ারা।

তবে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়ে গেলেন লেবাননের অধিনায়ক হাসান মাতুক। তার হ্যাটট্রিকে বাংলাদেশ হেরেছে ৪-০ গোালে। পয়েন্ট নিয়ে বাছাই শেষের প্রত্যাশা ছিল বাংলাদেশের, হলো না তার কিছুই।

ছয় ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের তলানিতে থেকে শেষ করল তারা। এই ১ পয়েন্ট বাংলাদেশ পেয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ১-১ ড্র করে। বাছাইয়ের এই দ্বিতীয় ধাপে ২০ গোল হজম করে মাত্র ১টি গোলই দিতে পেরেছে বাংলাদেশ। লেবাননের বিপক্ষে ওই ড্রয়ের আত্মবিশ্বাসে ভর করে, আর কদিন আগে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে রক্ষণে দৃঢ়তা দেখিয়ে শেষটায় ভালো কিছুর ইঙ্গিত দেয় বাংলাদেশ, কিন্তু একের পর এক ভুলে সব হলো পণ্ড।

কিক অফের পরপরই নিজেদের ভুলে গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। ডিফেন্ডার কাজী তারিক রায়হান বল ক্লিয়ার করতে গিয়ে মিতুল মারমাকে পাস দিতে চেয়েছিলেন, কিন্তু মিতুল বরাবর হয়নি, বল পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। হাঁপ ছেড়ে বাঁচে বাংলাদেশ।

অবশ্য সেই স্বস্তি উবে যায় খানিক বাদেই। এবার অপেশাদার আচরণ করে বসেন ডিফেন্ডার শাকিল হোসেন। কর্নারের পর বল দখলের লড়াইয়ে শাকিলের জার্সি পেছন থেকে টেনে ধরেন লেবাননের ডিফেন্ডার জিহাদ আইয়ুব। মেজাজ হারিয়ে শাকিল প্রতিপক্ষের আরেক খেলোয়াড়ের মুখে আঘাত করে দেখেন হলুদ কার্ড। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লেবাননকে এগিয়ে নেন হাসান মাতুক।

ত্রয়োদশ মিনিটে বক্সের ভেতর থেকে ওমর চাবানের কোনাকুনি শট ঝাঁপিয়ে আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মিতুল। বাংলাদেশ প্রথম ভালো সুযোগটি পায় এর তিন মিনিট পর। ডান দিক থেকে অধিনায়ক জামালের পাস ধরে রাকিব হোসেন বক্সে ঢুকে শট নেন, এক হাতে ক্লিয়ার করেন গোলকিপার। ফিরতি শট নিতে শেখ মোরসালিন ও ইসা ফয়সাল ছুটেছিলেন, কিন্তু তারা বলের নাগাল পাওয়ার আগেই ক্লিয়ার করেন এক ডিফেন্ডার।

৩৩তম মিনিটে আবারও বাংলাদেশের ত্রাতা মিতুল। কর্নারের পর বল বক্সেই পেয়ে যান কাশেম জেইন, এই ডিফেন্ডারের সাইড ভলি ফিস্ট করে ফেরান মিতুল। চাপ ধরে রেখে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় লেবানন। ডান দিক থেকে উড়ে আসা ক্রস ক্লিয়ার করতে পারেননি শাকিল ও তপু বর্মনের কেউ। দুজনের মাঝে নাদের মাতার বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় লেবানন। বক্সের ওপর থেকে দ্রুত ফ্রি কিক নেওয়ার পর আক্রমণে ওঠেন কারিম দারউচ। বাইলাইনের একটু ওপর থেকে তার আড়াআড়ি ক্রস গোলমুখে নিয়ন্ত্রণ নিয়ে টোকায় বল জালে পাঠান হাসান। ৫৮তম মিনিটে মোরসালিনের পাস ধরে বক্সের ভেতর থেকে শট নিয়েছিলেন রাকিব, কিন্তু বল উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। নষ্ট হয় বাংলাদেশের ম্যাচে ফেরার ভালো সুযোগটি।

দুই মিনিট পর দারুণ শটে কাছের পোস্ট দিয়ে মিতুলকে পরাস্ত করে হ্যাটট্রিক পূরণের আনন্দে মাতেন হাসান। এরপরই অধিনায়ককে তুলে নেন লেবানন কোচ। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দেওয়া হাসান মাঠ ছাড়েন সতীর্থদের অভিনন্দনে সিক্ত হয়ে। ৬৯তম মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার জামালকে তুলে ফরোয়ার্ড শাহরিয়ার ইমনকে নামান বাংলাদেশ কোচ। বাংলাদেশের খেলায় গতি বাড়ে কিছুটা, কিন্তু গোল থেকে যায় অধরাই।

৭৬তম মিনিটে নাদেরকে কাটিয়ে ইমন শট নিলেও বল কাঁপায় বাইরের জাল। একটু পর এই ফরোয়ার্ডের ক্রস রাকিবের কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। এরপর কেবল সময় গড়িয়েছে, কিন্তু ঘুরে দাঁড়ানোর পথ পায়নি বাংলাদেশ।

গত সাফ চ্যাম্পিয়নশিপের পর এই এক বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার লেবাননের মুখোমুখি হলো বাংলাদেশ। বেঙ্গালুরুতে সাফে ২-০ গোলে হেরেছিলেন জামালরা। এরপর গত নভেম্বরে কিংস অ্যারেনায় বাছাইয়ের প্রথম লেগে ড্রয়ের পর এবার সঙ্গী হলো আরও বড় ব্যবধানের হার।

Header Ad
Header Ad

প্রেমিকাকে বিয়ে করছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস

জেফ বেজোস ও তার প্রেমিকা লরেন সানচেজ। ছবি: সংগৃহীত

চলতি বছরের একেবারে শেষে চোখ ধাঁধানো ব্যয়বহুল বিয়ে করছেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি জেফ বেজোস। দীর্ঘ ৮ বছরের প্রেমিকা, বান্ধবী লরেন সানচেজকে বিয়ে করছেন এ ধনকুবের। বেজোস ও সানচেজের আলোচিত এই বিয়েতে খরচ ধরা হয়েছে ৬০০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার কোটি টাকারও বেশি)। এমন নানা জল্পনা এখন বিভিন্ন গণমাধ্যমে ঠাঁই পেয়েছে।

লরেন সানচেজ পেশায় একজন সাংবাদিক, উপস্থাপক, অভিনেত্রী ও একজন হেলিকপ্টার পাইলট। ডেইলি বিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী জেফ আর সাংবাদিক লরেনের বিয়ে হতে চলেছে এ সপ্তাহের শেষ নাগাদ অর্থাৎ বড়দিনের পরপরই।

জেফ বেজোস ও তার প্রেমিকা লরেন সানচেজ। ছবি: সংগৃহীত

প্রতিবেদনে বলা হয়, আসন্ন বিয়ে ও বড় দিন উদযাপন নিয়ে এরইমধ্যে বিশেষ গোপনীয়তা বজায় রেখেছেন বেজোস ও সানচেজ জুটি। বিয়ের তারিখ প্রকাশের আগে একাধিকবার নানা গুঞ্জন উঠেছিল এ জুটিকে নিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাসপেনে ৬০ বছরের বেজোস আর ৫৫ বছরের সানচেজ বিবাহ-পূর্ব (প্রি–ওয়েডিং) কিছু আয়োজনে অংশ নেন। আগামী শনিবার (২৮ ডিসেম্বর) তাদের বিয়ের পরিকল্পনা করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হলিউডের অভিনেতা-পরিচালক কেভিন কস্টনারের ১৬০ একরের ডানবার র‍্যাঞ্চে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বেজোসের বিয়ের আসর বসছে। এই আয়োজনে খরচ হবে ৬০ কোটি ডলার। বিয়ের আসর বসবে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন শহরে। আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রকাশ পেয়েছে ১৮০ জন। যাদের মধ্যে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, জর্ডনের রানি কুইন রানিয়া এবং হলিউডের রোমান্টিক সিনেমা ‘টাইটানিক’-র নায়ক লিওনার্দো ডিকাপ্রিও।

ধারণা করা হচ্ছে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিলাসবহুল বিয়ের পর অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিয়ে তাক লাগিয়ে দেবে বিশ্ব অঙ্গন।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, লরেনের জন্যই ২০১৯ সালের মাঝামাঝিতে স্ত্রী ম্যাকেনজি স্কটের সঙ্গে ২৫ বছরের সংসারের ইতি টানেন জেফ। তাদের এই বিচ্ছেদ বিশ্বজুড়ে তুমুল আলোচিত হয়। কেননা, এখন পর্যন্ত জেফ বেজোস ও ম্যাকেনজিরটাই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ।

ওই বিচ্ছেদের আপসরফা হয়েছিল প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারে। যার পুরোটাই ছিল অ্যামাজনের শেয়ার। ২০১৯ সালে ভারতের যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল, এটি ঠিক তার অর্ধেক।

বিচ্ছেদের সময় বেজোস ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। আর বিচ্ছেদের পর বেজোসের কাছ থেকে পাওয়া সম্পদের সুবাদে ম্যাকেনজি বিশ্বের অন্যতম ধনী নারীর কাতারে চলে আসেন।

তবে সানচেজকে বিয়ের গুঞ্জন অস্বীকার করেছেন বেজোস। এক্স বার্তায় তিনি বলেন, ‘পুরো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি।’ অ্যামাজনের প্রধান আরও বলেন, ‘আপনি যা পড়েছেন, তা মোটেও বিশ্বাস করবেন না, বিশেষ করে এটা আগের চেয়ে আজ আরও বেশি সত্য।’

Header Ad
Header Ad

পদ্মা সেতু ও নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনরায় তদন্ত করবে দুদক

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নতুন করে তদন্ত হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নভোথিয়েটার দুর্নীতি মামলারও।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

দুদক জানায়, পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্ত শুরু করেছে দুদক। এছাড়াও সাবেক এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নভোথিয়েটার দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তিন মামলায় আসামি হলেও পরে দায়মুক্তি পান তিনি।

দুদকের অনুসন্ধান দল জানিয়েছে, ৮ প্রকল্পে শেখ হাসিনার ২১ হাজার কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করা হলে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, এর আগেও এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের অবগত করা হয়েছে। অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য চিঠিপত্র দিচ্ছেন বিভিন্ন দফতরে। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। তথ্য পাওয়ার পর দলের সদস্যরা পর্যালোচনা করবেন। এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক ও অভিযোগ সংশ্লিষ্টদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে-বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দেয় দুদক।

এদিন দুদকের প্রধান কার্যালয়ের পাঠানো চিঠিতে সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণীসহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে। পাশাপাশি অনুসন্ধান টিম প্রথম দফায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নথিপত্র তলব করে নির্বাচন কমিশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের নথি তলব করেছে।

তাদের নামে পরিচালিত অফশোর ব্যাংক অ্যাকাউন্টের নথি ও দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের বিস্তারিত বিবরণ সরবরাহের জন্য বিএফআইইউর কাছে চিঠি দেয় অনুসন্ধান টিম। শিগগির আরো কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নথি তলব করে চিঠি পাঠানো হবে।

এর আগে গত ১৮ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যর একটি দল গঠন করে দুদক।

Header Ad
Header Ad

বড় পরিবর্তন আসছে আইইএলটিএস পরীক্ষায়, ২৫ জানুয়ারি থেকে কার্যকর

ছবি: সংগৃহীত

যাদের মাতৃভাষা ইংরেজি না, তাদের ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস)। বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে অভিবাসন ও চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে।

সম্প্রতি আইইএলটিএস পরীক্ষায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন।

আগে পরীক্ষার লিসেনিং ও রিডিং অংশে পেনসিল বাধ্যতামূলক ছিল এবং রাইটিং অংশে পেনসিল বা কলম ব্যবহারের স্বাধীনতা ছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী, লিসেনিং, রিডিং এবং রাইটিং—এই তিনটি অংশে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহারের অনুমতি আর থাকবে না।

ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি আগামী ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশে এই নতুন নিয়ম কার্যকর করবে। একাডেমিক ও জেনারেল আইইএলটিএস উভয় পরীক্ষার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। পরীক্ষার জন্য কেন্দ্রে শুধু পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে, কারণ কলম সরবরাহ করবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।

আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী বলেন, "পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের সময় সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলম ব্যবহারের ফলে ইরেজার বা শার্পনার ব্যবহারের ঝামেলা কমবে। পরীক্ষার্থীরা ভুল সংশোধনে সময় না ব্যয় করে উত্তর তৈরিতে মনোযোগ দিতে পারবেন।"

তবে পরীক্ষার্থীদের একটি অংশ মনে করছেন, এই পরিবর্তন কিছু সমস্যার কারণ হতে পারে। আইইএলটিএস শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, পেনসিল ব্যবহারের সুবিধা ছিল ভুল হলে সহজেই মুছে ফেলা যেতো। কিন্তু কলম ব্যবহারের ক্ষেত্রে ভুল হলে সেটি কাটতে হবে, যা কাগজে অগোছালো পরিস্থিতি তৈরি করতে পারে। এটি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে রাইটিং অংশে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রেমিকাকে বিয়ে করছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস
পদ্মা সেতু ও নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনরায় তদন্ত করবে দুদক
বড় পরিবর্তন আসছে আইইএলটিএস পরীক্ষায়, ২৫ জানুয়ারি থেকে কার্যকর
বেনাপোল দিয়ে দেশে ফিরল ভারতে পাচার হওয়া ২৬ বাংলাদেশি
আওয়ামী লীগ এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে: শফিকুর রহমান
বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
উদ্বোধনের দিনেই বগি সেটে সমস্যা, শিডিউল বিপর্যয়ে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’
গাইবান্ধায় জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে নিরাপদ পানির নামে ৪ কোটির অধিক টাকা ভাগাভাগি
১৭ বছর পর কারামুক্ত হয়ে যা বললেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু
শেখ হাসিনাকে ফেরত আনলে বিচারটা ভালোভাবে করা যাবে: তাজুল ইসলাম
‘আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না, আমি একজন উপদেষ্টা’
নওগাঁয় পুলিশ সুপারের সাথে রেফারি এসোসিয়েশনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
ঢাবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি আহ্বান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুযোগ নেই
‘দেশে দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটি সেনাবাহিনী আরেকটি জামায়াত’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
ঢাকা মহানগর, জবি, পলিটেকনিক ও পাঁচটি কলেজে ছাত্রদলের কমিটি
আবু সাঈদ ফ্রান্সে আছে দাবিতে গোলাম মাওলা রনির নামে ভুয়া মন্তব্য প্রচার
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে পুড়িয়ে গুম করার চেষ্টাকালে যুবলীগ নেতার ছেলে আটক