ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যানে কে কোথায় এগিয়ে
ছবি: সংগৃহীত
ক্রিকেট সমর্থকদের কাছে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক অন্যরকম উন্মাদনা। রাজনীতি, অর্থনীতি এবং ধর্মীয় কারণে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের দ্বন্দ্ব প্রায়ই দেখা যায়। তবে সেই দ্বন্দ্ব গড়িয়ে খেলার মাঠেও এসে পড়েছে। তাতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দুদলের দ্বিপাক্ষিক সিরিজ। ফলে ভক্তদের মুখিয়ে থাকতে হয় বৈশ্বিক কোনো টুর্নামেন্টের জন্য, যেখানে ক্রিকেটের এই দুই পরাশক্তি নামবে মুখোমুখি লড়াইয়ে।
রবিবার (৯ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই লড়াই। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচটি দেখতে উন্মুখ হয়ে অধীর আগ্রহে বসে আছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাক-ভারত দ্বৈরথের ইতিহাস বেশ পুরোনো। তাই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দলের এই ম্যাচের আগে ভারত-পাকিস্তানের বিগত পরিসংখ্যানে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
বিশ্বকাপের অতীত পরিসংখ্যান এবং শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে ভারত। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও এখন তাদের দখলে। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। তাই লড়াইটা যে সহজ হবে না, সেটা বলাই যায়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ভারত-পাকিস্তান এখন অবধি সবমিলিয়ে ১২বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৮টিতেই জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে তিনবার। একটি ম্যাচ টাই হয়েছিল, যেটি ভারত বোল-আউটে জিতেছিল। শেষ পাঁচ ম্যাচেও তিন জয় ভারতের।
২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে একে-অপরের মুখোমুখি হয় তারা। এরপর সবমিলিয়ে সাতবার বিশ্বকাপে মাঠে নেমে পাঁচবারই ভারত জিতেছে। পাকিস্তানের জয় একটিতে। একটি ম্যাচ টাই হওয়ার পর বোল আউটে জিতেছে ভারত।
২০১২ সালে আহমেদাবাদে ৫ উইকেটে ১৯২ রান করেছিল ভারত, সেটিই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহ তাদের। ২০২২ সালে দুবাইয়ে ৫ উইকেটে ১৮২ পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বোচ্চ। ২০১৬ সালে মিরপুরে ভারতের বিপক্ষে পাকিস্তান সর্বনিম্ন ৮৩ রানে অলআউট হয়। ২০১২ সালে ৯ উইকেটে ১৩৩ রান ছিল ভারতের সর্বনিম্ন।
ভারতের হয়ে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান বিরাট কোহলির। ১০ ম্যাচে খেলে দলটির বিপক্ষে ৮১.৩৩ গড়ে ৪৮২ রান করেছেন তিনি। দুই নম্বরে থাকা যুবরাজ ৮ ম্যাচে ১৫৫ রান করেছেন। তিন নম্বরে আছেন ৫ ম্যাচে ১৩৯ রান করা গৌতম গম্ভীর।
ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান মোহাম্মদ রিজওয়ানের। ৪ ম্যাচ খেলে তিনি ৬৫.৬৬ গড়ে ১৯৭ রান করেছেন। দুইয়ে থাকা শোয়েব মালিকের ব্যাট থেকে ৯ ম্যাচে এসেছে ১৬৪ রান। ৮ ম্যাচে ১৫৬ রান করে তিন নম্বরে আছেন মোহাম্মদ হাফিজ।
পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল বোলার ভুবনেশ্বর কুমার। ৭টি ম্যাচ খেলে ৭.২৬ গড়ে ওভারপ্রতি রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট উমর গুলের। তিনি ৬ ম্যাচে ৮.২৭ ইকোনমি রেটে ১১টি উইকেট নিয়েছেন।