ভারত ম্যাচের আগে হঠাৎ টিম হোটেল পরিবর্তন করলো পাকিস্তান
ছবি: সংগৃহীত
ক্রিকেটের বহু পুরোনো লড়াইয়ের একটি ভারত-পাকিস্তান ম্যাচ। যে ম্যাচের আবহ অনেক সময় ছাপিয়ে যায় যে কোনো ফাইনালকে। বিশ্ব আসরে দুদলের একসঙ্গে মাঠে নামা মানে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠা। দলগুলোও নানা পরিবর্তন আনেন নিজেদের কৌশলে।
ভারতের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বেই মুখোমুখি হবে ভারত। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৯ জুন। এর আগে হঠাৎ টিম হোটেল পরিবর্তন করল পাকিস্তান ক্রিকেট দল। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে আজ বৃহস্পতিবার (৬ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে খবরটি।
কোনো কৌশলগত পরিবর্তন নয়। ম্যাচের ভেন্যু থেকে পাকিস্তানের আগের নির্ধারিত টিম হোটেলটি অনেক দূরে হওয়ায় অভিযোগ করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। সেই অভিযোগ আমলে নিয়ে বাবরদের টিম হোটেল পরিবর্তন করেছে আইসিসি। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম জিও সুপার।
পাকিস্তান নিউইয়র্কে ম্যাচ খেলবে দুটি, যার একটি ৯ জুন ভারতের বিপক্ষে, দ্বিতীয়টি ১১ জুন কানাডার বিপক্ষে। নিউইয়র্কে পাকিস্তান দলকে যে হোটেল দেওয়া হয়েছিল, সেটি ওই দুই ম্যাচের ভেন্যু নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে ৯০ মিনিটের দূরত্বে। এটা নিয়েই অভিযোগ ছিল পাকিস্তান দলের।
জিও সুপারের প্রতিবেদন থেকে জানা গেছে, আইসিসি বিষয়টিতে সাড়া দিয়ে পাকিস্তানের টিম হোটেল পরিবর্তন করে দিয়েছে। বাবর আজমরা নতুন যে হোটেলে উঠেছেন, ভেন্যু থেকে সেটির দূরত্ব মাত্র পাঁচ মিনিটের।
এর আগে গতকাল (বুধবার) টিম হোটেলের দূরত্ব নিয়ে কথা বলেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি বলেছিলেন, মাঠ থেকে হোটেলের দূরত্ব, সুবিধা নিয়ে আমরা ভাবতে চাই না, ওটা বোর্ডের দায়িত্ব।
এরপর দেশটির আরেক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছিল, আইসিসি যদি হোটেল পরিবর্তন না করে, তাহলে পিসিবি নিজের খরচেই খেলোয়াড়দের নতুন হোটেলে নিয়ে যাবে। পিসিবি প্রধান আইসিসিকে জানিয়েছেন, এত দূর থেকে স্টেডিয়ামে যাওয়া মানবেন না তারা।
ভারতের টিম হোটেল অবশ্য আগে থেকেই নিউইয়র্কের স্টেডিয়াম থেকে ১০ মিনিট দূরে। এর আগে নিউইয়র্কের হোটেল নিয়ে প্রশ্ন তুলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে উঠতে হয়েছিল নিউইয়র্কের মাঠ থেকে দেড় ঘণ্টার দূরত্বের এক হোটেলে।
বিশ্বকাপে আজ বৃহস্পতিবার (৬ জুন) নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলেই তারা পাড়ি জমাবে নিউইয়র্কে। সেখানে ৯ তারিখ ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বাবর আজমের দল।