ঢাকা টেস্ট
তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত
মাঠে গড়ায়নি একটি বলও
বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার সময়ের ক্রমাবনতি ঘটেছে। ঢাকায় প্রথম দিন খেলা হয়েছিল দুই সেশনের একটু কম। দ্বিতীয় দিন খেলেছে মাত্র ৬ দশমিক ২ ওভার। আর তৃতীয় দিন কোনো বলই মাঠে গড়াতে পারেনি। বেলা ২টায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
প্রথম দিন ছিল বৃষ্টির সঙ্গে আলোর স্বল্পতা। দ্বিতীয় দিন বৃষ্টি থাকলেও মাঝে কিছু সময় পেয়ে খেলা হয়েছিল মাত্র ৩২ বল। তৃতীয় দিন পুরোটাই বৃষ্টির পেটে।
ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সৃষ্ট নিম্নচাপে তৃতীয় দিন সকাল থেকেই ছিল বৃষ্টির রাজত্ব। অবস্থা আঁচ করতে পেরে ম্যাচ রেফারি দুই দলের ক্রিকেটারদেরই হোটেলে থাকার পরামর্শ দেন। সার্বিক অবস্থায় এটা সহজেই অনুমান করা গিয়েছিল যে, তৃতীয় দিন কোনো বল মাঠে গাড়ানো সম্ভব নয়। দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা শুধু সময়ের ব্যাপার। সেই কাজটিই ম্যাচ রেফারি করেন বেলা ২টায়।
ঢাকা টেস্টের প্রথম দুই দিনের মাঝে খেলা হয়েছে মাত্র ৬৩ দশমিক ২ ওভার। টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮৮ রান। আবিদ আলী ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রান করে আউট হয়ে যান। দলপতি বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে দুইটি উইকেটরই মালিক স্পিনার তাইজুল ইসলাম।
যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আগামীকাল খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। খেলা হবে ৯৮ ওভার।
এমপি/টিটি