বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে আইএসের হামলার হুমকি!
ছবি: সংগৃহীত
আগামী ১ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। ভারত ও পাকিস্তানের ম্যাচে আইএসের হামলার শঙ্কার খবর জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ডেইলি মেইল লিখেছে, আইএস সমর্থিত এক আউটলেট থেকে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে ৯ জুন নাসাউ স্টেডিয়ামে হামলার ইঙ্গিত দেওয়া আছে। ছবিতে লেখা, তোমরা ম্যাচের অপেক্ষায় আছো, আমরা তোমাদের অপেক্ষায়।
আইসিসি অবশ্য এ বেলায়ও কোনো শঙ্কা দেখছে না বলেই জানিয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে লেখা, সামাজিক যোগাযোগমাধ্যমে যে গ্রাফিকটি ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, মাথায় হুডি পরা এক লোক পিঠে অস্ত্র বয়ে নিয়ে বেড়াচ্ছেন। গ্রাফিকের নিচের অংশে সাদা অক্ষরে লেখা, ‘তোমরা ম্যাচের অপেক্ষায় আছো’, নিচেই লাল রক্তবর্ণে লেখা, ‘…আর আমরা আছি তোমাদের অপেক্ষায়।’
Pro-ISIS group post chilling warning ahead of T20 World Cup game between India and Pakistan in New York https://t.co/Vd3oMafuhf
— Mail Sport (MailSport) May 28, 2024
গ্রাফিকের ওপরের দিকে একটি স্টেডিয়ামের ওপর ড্রোন উড়ছে এমন ছবি দিয়ে তার ওপরে লেখা, ‘নাসাউ স্টেডিয়াম। ৯/০৬/২০২৪।’ ছবির আরেক পাশে ঘড়ি লাগানো একটি ডায়নামাইটের ছবিও আছে।
সব মিলিয়ে বলা যায়, ছবিটাতে হামলার ইঙ্গিত পরিষ্কার। তবে গ্রাফিকটি কোন একাউন্ট থেকে ছড়ানো হয়েছে, সে উৎস জানানো হয়নি প্রতিবেদনে। শুধু লেখা হয়েছে, এটি একটি আইএস সমর্থিত গ্রুপ।
ডেইলি মেইল লিখেছে, এই পোস্টার দেখেও অবশ্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলার শঙ্কার মাত্রা বাড়ায়নি। আইসিসির মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর আছে।
প্রসঙ্গত, আগামী ৯ জুন নাসাউ স্টেডিয়ামে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ। সাময়িক স্থাপনায় নতুন নির্মিত এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৪ হাজার। এই স্টেডিয়ামে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচসহ মোট ৮টি ম্যাচ হওয়ার কথা রয়েছে।