বিপিএল খেলতে ঢাকায় মঈন আলী

বিপিএলের মাঝপথে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকা এসে পৌঁছেছেন ইংল্যান্ডর অলরাউন্ডার মঈন আলী। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তাকে খেলতে দেখা যেতে পারে।
বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা সরাসরি যে তিনজন খেলোয়াড়কে দলে নিয়েছিল মঈন আলী তাদের একজন। অপর দুইজন হলেন সুনিল নারিন ও ডু প্লেসি। শেষোক্ত দুইজন বিপিএলের শুরু থেকেই আছেন। কিন্তু একমাত্র ডু প্লেসি শুরু থেকে খেলছেন। সুনিল নারিন দলের সঙ্গে থাকলেও ইনজুরির কারণে এখনো মাঠে নামতে পারেননি।
মঈন আলী বিলম্বে আসার কারণে জাতীয় দলে খেলা। উইন্ডিজের বিপক্ষে তাদের টি-টোয়েন্টি সিরিজ ছিল। ৫ ম্যাচের সেই সিরিজ উইন্ডিজ জিতে নেয় ৩-২ ম্যাচে। ৩০ জানুয়ারি সিরিজ শেষ হওয়ার পর তিনি চলে আসেন বাংলাদেশে।
বিপিএলে কোনো দল ৭টি, কোনো দল ৬টি করে ম্যাচ খেললেও কুমিল্লা খেলেছে চারটি ম্যাচ। যেখানে তারা প্রথম তিনটি ম্যাচ জিতেছিল। চট্টগ্রামে সর্বশেষ ম্যাচে তারা প্রথম হারের স্বাদ পেয়েছিল মিনিস্টার গ্রুপ ঢাকার কাছে।
কুমিল্লার হয়ে চার ম্যাচে বিদেশি কোটায় খেলেছেন ডু প্লেসি, ক্যামরুন ডেলপোর্ট ও করিম জানাত। এখন মঈন আলী খেললে ডেলপোর্ট ও করিম জানাতের যে কোনো একজন বাদ পড়বেন।
এমপি/এমএমএ/
