করোনার ভ্যাকসিন নিলেন ৫৮ নারী ফুটবলার

করোনার ভ্যাকসিন জটিলতায় জামাল ভূঁইয়াদের ইন্দোনেশিয়া সফর বাতিলের পর ফুটবলারদের ভ্যাকসিন ইস্যুতে নড়েচড়ে বসেছে বাংলাদেশে ফুটবল ফেডারেশন(বাফুফে)। তারই প্রতিফলন দেখা গেল আজ। মঙ্গলবার (০১ জানুয়ারি) ৫৮ জন নারী ফুটবলারদের ভ্যাকসিনের আওতায় এনেছে বাফুফে।
খবরে জানা গেছে, আজ দুপুরে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন জাতীয় ফুটবল দল ও বয়স ভিত্তিক মিলিয়ে ৫৮ জন নারী ফুটবলার। তাদের মধ্যে ১১ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে এবং ৪৭ জন কুর্মিটোলা ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে ডোজ গ্রহণ করেন। তারা দ্বিতীয় ডোজ নেবেন ১ মার্চ।
আরো জানা গেছে, নারী ফুটবলারদের পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাফুফে। আগামী মার্চে ফিফা উইন্ডোর আগেই এ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে চায় দেশের ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা।
এসআইএইচ/
