টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু
ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। ছবি: সংগৃহীত
শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক ট্রফি ট্যুর। নিউইয়র্ক থেকে শুরু হয়েছে ট্রফির বিশ্ব ভ্রমণ। আইসিসির আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলের উপস্থিতি। দুইবারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের পেসার আলি খান।
মঙ্গলবার (১৯ মার্চ) নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে শুরু হয়েছে ট্রফির ভ্রমণ। শহরের আইকনিক আকাশচুম্বি ভবনে নেভি-পিংক আলো জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ট্রফি ট্যুর।
এই ট্যুরে ট্রফি ঘুরে বেড়াবে আর্জেন্টিনা, ব্রাজিল ও কানাডার মতো দেশেও। এ সময় প্রতিটি দেশের বিখ্যাত সব ট্রফির স্থানসমূহে ফটোশ্যুট হবে। মূলত এই দেশগুলোর ক্রিকেট অনুরাগী ও ভক্তদের সম্পৃক্ত করতেই এমন উদ্যোগ আইসিসির।
প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট আয়োজিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটির তিনটি ভেন্যুতে হবে খেলা। ৩৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার নিউইয়র্কের ব্র্যান্ড নিউ নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে আটটি ম্যাচ। আর ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম ও লডারহিলের ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে হবে চারটি করে।
এছাড়া ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগা ও বার্বুডা, গায়ানা, বার্বাডোজ, সেইন্ট লুসিয়া, সেইন্ট ভিনসেন্ট এবং ত্রিনিদাদ ও টোবাগোতেও হবে খেলা। আগামী ১ জুন শুরু হবে প্রতিযোগিতার নবম আসর।