ড্রেসিংরুমে ‘সিগারেট’ ধরিয়ে সমালোচিত ইমাদ ওয়াসিম
ড্রেসিংরুমে ‘সিগারেট’ ধরিয়ে সমালোচিত ইমাদ ওয়াসিম। ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ চলছে। তার মাঝেই সাজঘরে বসে ধূমপান করছেন পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন বুঝে লুকিয়ে ফেলেন। ইমাদের এমন কাণ্ড দেখে অবাক সকলে। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।
সোমবার (১৮ মার্চ) করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে মুলতান সুলতান্স। তাদের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ইসলামাবাদের ইমাদ ওয়াসিম।
এদিন ৪ ওভারে ২৩ রান খরচ করে ৫ উইকেট নিয়ে মুলতানের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দেন ইমাদ। এরপর ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই অলরাউন্ডার। দলকে চ্যাম্পিয়ন করেও কেন সমালোচিত হচ্ছেন ওয়াসিম। মূলত ফাইনাল চলাকালীনই ড্রেসিংরুমে বসে সিগারেট টেনেছেন তিনি। সেই ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা।
এদিন মুলতান ইনিংসের ১৭তম ওভারেই নিজের বোলিং কোটার চার ওভার পূর্ণ হয় ওয়াসিমের। এরপর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে বিশ্রাম নিতে যান তিনি। তার বোলিং তোপ শেষে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করা মুলতান তখন ধুঁকছিল। এমন সময় ড্রেসিংরুমে গিয়ে বিপত্তি বাধান এই অলরাউন্ডার।
মুলতান ইনিংসের তখন ১৮তম ওভারের খেলা চলছিল। ইসলামাবাদের নাসিম শাহের ওভারে রীতিমতো খাবি খাচ্ছিলেন ইফতিখার। ঐ ওভার চলাকালে ড্রেসিংরুমে সিগারেট ধরিয়ে বসেন ওয়াসিম। সেটি আবার ধরা পড়ে টিভি ক্যামেরায়। এ ছবি নেট দুনিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়।
ওয়াসিমের সিগারেট কাণ্ডে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকে মজার ছলে পিএসএলকে ডাকতে থাকেন 'পাকিস্তান সিগারেট লিগ' বলেও। অবশ্য এমন সমালোচনার রাতে শেষ হাসি হেসেছেন ওয়াসিমরা। মুলতানকে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরে তার দল ইসলামাবাদ ইউনাইটেড।