তিনে নেমেও ব্যর্থ লিটন, ১৯ বলে ৫ রান করে আউট
ছবি: সংগৃহীত
২০২২ এ দূর্দান্ত পার্ফমেন্স, সেই সাথে টাইগারদের নেতৃত্ব দেওয়া লিটন কুমারের বর্তমান সময়টা খুব ভালো যাচ্ছেনা। ভালো ফর্মে না থাকায় বাদ পড়েছেন শ্রীলঙ্কা সিরিজ থেকেও। সোনালি সময় ঠিকমতো উপভোগ করার আগে এভাবে দল থেকে বাদ পড়াটা নির্ঘাত বড় ধাক্কা হয়ে উঠেছে এই ব্যাটারের।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর নিজেকে নিয়ে কাজ করার জন্য ঢাকা প্রিমিয়ার লিগে আজ খেলতে নেমেছিলেন লিটন। কিন্তু আবাহনী লিমিটেডের হয়ে খেলতে নেমেও ব্যর্থ তিনি। জাতীয় দলে নতুন বলে ব্যর্থ লিটনকে ওপেনিংয়ে পাঠানো হয়নি।
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১৭০ রানের লক্ষ্য পেয়েছে আবাহনী। নাইম শেখ ও সাব্বির হোসেনের ওপেনিং জুটি ৩৯ রান এনে দেওয়ার পর বিচ্ছিন্ন হয়। সপ্তম ওভারে আরাফাত সানীর বলে ক্যাচ দিয়ে সাব্বির ফিরলে নামেন লিটন।
নেমে একদম স্বচ্ছন্দে ছিলেন না। ১৯ বল উইকেটে থেকে কোনো চার মারতে পারেননি। করেছেন মাত্র ৫ রান। সানীর বলেই ১৫তম ওভারের শেষ বলে বোল্ড হয়েছেন। লিটনের এমন টেস্ট মেজাজের ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৪৯ বলে মাত্র ২০ রান এসেছিল।
লিটন আউট হওয়ার পর রানের গতি একটু বেড়েছে আবাহনীর। ৮৭ বলে চার চার ও তিন ছক্কা মেরে ৬৬ রান করে আউট হয়েছেন নাঈম।
এর আগে খালেদ আহমেদের প্রথম স্পেলেই (১৭/৩) ধস নামে শাইনপুকুরের ইনিংসে। ৪৭ রানে ৫ উইকেট হারানো দলকে আকবর আলী ও মেহেরব হোসেন টেনেছেন। ৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করা আকবর ২৩ তম ওভারে ফিরে যান আফিফের বলে।
অন্য প্রান্তে ৫০ রানে অপরাজিত ছিলেন মেহেরব। কিন্তু আফিফ (৩৪/৩) ও তানভীরের সামনে ৪৪ বল আগেই অলআউট হয়ে যায় শাইনপুকুর।