মমতার হাত ধরে নির্বাচনে যাচ্ছেন ক্রিকেটার ইউসুফ পাঠান
ছবি: সংগৃহীত
রাজনীতিতে নাম লেখালেন ভারতীয় সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস থেকে দেশটির জাতীয় নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন তিনি।
আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ভারতীয় জাতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা নির্বাচন। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের বাহরামপুর আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন ইউসুফ। এরইমধ্যে প্রার্থীদেরর তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সে তালিকায় নাম রয়েছে পাঠানের।
কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। ৬ থেকে ৮ লক্ষ মানুষের সমাগমে সেখানে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ও তৃণমূ্ল কংগ্রেসের সেক্রেটারি অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে একটি র্যালি হয়।
কলকাতা ও পশ্চিমবঙ্গের সঙ্গে পাঠানের সম্পর্ক অত্যন্ত গভীর। কারণ, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনেকগুলো আসর খেলেছেন। তিনি দলে থাকাকালীন দুইবার (২০১২ ও ২০১৪ সালে) আইপিএলের শিরোপাও জিতেছিল কলকাতা।
২০১৪ সালের আসরে আইপিএলে দারুণ একটি রেকর্ড করেছেন পাঠান। ওই আসরে আইপিলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটি হাঁকানোর কীর্তি গড়েন এই অলরাউন্ডার। ওই ম্যাচে ১৫ বলে ফিফটি হাঁকান তিনি।
আসন্ন নির্বাচনে ইউসুফ পাঠান ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে তৃণমৃল কংগ্রেসের হয়ে নির্বাচনে যাচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ।
২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীতালিকা:
কোচবিহার- জগদীশচন্দ্র বাসুনিয়া
আলিপুরদুয়ার- প্রকাশ চিক বরাইক
জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
দার্জিলিং- গোপাল লামা
রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
বালুরঘাট- বিপ্লব মিত্র
মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
মালদা দক্ষিণ- শাহনাওয়াজ আমি রহমান
জঙ্গিপুর- খলিলুর রহমান
বহরমপুর- ইউসুফ পাঠান
মুর্শিদাবাদ- আবু তাহের খান
কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
রানাঘাট- মুকুটমণি অধিকারী
বনগাঁ- বিশ্বজিৎ দাস
ব্যারাকপুর- পার্থ ভৌমিক
দমদম- সৌগত রায়
বারাসত- ড. কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট- হাজি নুরুল ইসলাম
জয়নগর- প্রতিমা মণ্ডল
মথুরাপুর- বাপি হালদার
ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর- সায়নী ঘোষ
কলকাতা দক্ষিণ- মালা রায়
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া- সাজদা আহমেদ
শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
আরামবাগ- মিতালি বাগ
তমলুক- দেবাংশু ভট্টাচার্য
কাঁথি- উত্তম বারিক
ঘাটাল- দীপক অধিকারী (দেব)
ঝাড়গ্রাম- কালীপদ সরেন
মেদিনীপুর- জুন মালিয়া
পুরুলিয়া- শান্তিরাম মাহাতো
বাঁকুড়া- অরূপ চক্রবর্তী
বিষ্ণুপুর- সুজাতা খাঁ
বর্ধমান পূর্ব- ড. শর্মিলা সরকার
বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ
আসানসোল- শত্রুঘ্ন সিন্হা
বোলপুর- অসিতকুমার মাল
বীরভূম- শতাব্দী রায়