তামিমের সঙ্গে দ্রুতই বসবেন পাপন
ছবি: সংগৃহীত
তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে নানান প্রশ্ন অনেকদিন ধরেই। আদ্যৗ তামিম ফিরবেন কিনা? ফিরলেও কবে? নাকি ক্রিকেটকেই একবোরে বিদায় বলবেন তিনি। এমনো অনেক প্রশ্ন থাকলেও খোলাসা হয়নি কিছুই। সদ্য শেষ হওয়া বিপিএলের পর আবারও প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তামিমের নেতৃত্বে প্রথমবার বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম। তিনি নিজেও হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৫ ম্যাচে করেছেন ৪৯২ রান। হয়েছেন টুর্নামেন্টসেরা। ফাইনালে গতকাল শুক্রবার (১ মার্চ) ফাইনালে উপস্থিত ছিলেন পাপন। ম্যাচ শেষে কথা বলেন তামিমের ফেরা নিয়ে।
বিসিবি সভাপতি বলেন, ‘আমরা তামিমকে ডাকব। ওর সঙ্গে আমার নিয়মিতিই কথা হয়। এখন তো একটা সিরিজ চলছে। এখন এসব নিয়ে কথা না বলাই ভালো। তামিমের সঙ্গে আগে জালাল ভাই ও সিরাজ ভাই বসবেন। তারপর আমি ওর সঙ্গে বসব।’
অন্যদিকে নিজের ফেরার ব্যাপারে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার সঙ্গে বোর্ডের বসার কথা ছিল। জালাল ভাইয়ের (জালাল ইউনুস) সঙ্গে কথা হয়েছে। আমি কাল (আজ) দেশের বাইরে যাব। আশা করি, ফিরে এসে আমরা বসব। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমার ফিরে আসার মাঝে অনেক কিছুই আছে। ব্যাপারটা এমন নয়, এলাম আর খেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। আমি হয়তোবা দুই বছর খেলব। তবে, খেলার মতো খেলতে চাই। বোর্ডের সঙ্গে যখন বসব, তাদেরকে কথাগুলো বলতে হবে।’