বিপিএলের ফাইনালে থাকছেন দেশসেরা আম্পায়ার সৈকত
ছবি সংগৃহিত
আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এমনকি দেশের প্রথম কোনো আম্পায়ার হিসেবে তিনি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের নিরপেক্ষ সিরিজেও তিনি দায়িত্ব পেয়েছিলেন। তবে দেশের ক্রিকেটে সেভাবে সৈকতের মূল্যায়ন না পাওয়ার অভিযোগ রয়েছে। এবার প্রথমবার বিপিএলের ফাইনালে দেখা যেতে পারে তাকে।
এর আগে বিপিএলের আট আসরের কোনোটিতে ফাইনাল ম্যাচে আম্পায়ারিং করেননি সৈকত। এমনকি বিপিএলের গত তিন সংস্করণের ফাইনালে টিভি কিংবা রিজার্ভ আম্পায়ারের জায়গাতেও সুযোগ হয়নি সৈকতের। সর্বশেষ ২০১৯ বিপিএলে ছিলেন টিভি আম্পায়ারের দায়িত্বে। তবে এবার তিনি ফাইনালে থাকছেন বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত নন সৈকত। তিনি গণমাধ্যমকে বলেন, ‘দেখেন ফাইনালের আগে কোয়ালিফায়ার আছে। এখন ফাইনালে যদি দায়িত্ব দেয় তাহলে করব সমস্যা তো নেই।’
বর্তমানে সৈকত রয়েছেন রাজশাহীতে, সেখানে তিনি স্কুলের পুনর্মিলনীতে যোগ দিয়েছেন। ৪ দিন আগেই ফিরেছেন অস্ট্রেলিয়া থেকে। সেখানে তিনি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে দায়িত্ব পালন করেছেন। যা বাংলাদেশের আম্পায়ারিং ইতিহাসে প্রথমবারের মতো কোনো নিরপেক্ষ সিরিজ পরিচালনার কীর্তি।
এর মধ্যেই সৈকত নিজের কাজের দক্ষতায় চলে গেছেন প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনায়। বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ার ও আরও তিনটি ম্যাচে টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন সৈকত।
উল্লেখ্য, সৈকত এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১৫টি টেস্ট, ৮৭টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০টি ম্যাচ পরিচালনা করারও কীর্তি আছে তার।