বিপিএল খেলতে ঢাকায় রাসেল-নারিন
ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে ঢাকায় পা রেখেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।
বিপিএল খেলতে রাসেল-নারিন আসার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য সুনীল নারাইন আর আন্দ্রে রাসেল চলে এসেছেন। এবার হবে মজা!’
এর আগের আসরে কুমিল্লার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই দুই ক্যারিবীয় তারকা। এবার অবশ্য তাদের দেরিতে আসার কারণ আছে। নারিন ব্যস্ত ছিলেন আইএল টি-টোয়েন্টি লিগে, আর রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলছিলেন।