বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরছে ‘রবি’
ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট দলে আবারও টাইটেল স্পন্সর হচ্ছে দেশের অন্যতম টেলিকম কোম্পানি রবি। ২০১৮ সালে মেয়াদ ফুরোবার আগেই চুক্তি বাতিল করে নিয়েছিল কোম্পানিটি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তাই বিসিবিকে শর্ত দিয়েই জাতীয় দলের টাইটেল স্পন্সর হতে চলেছে তারা।
বিসিবি ও রবির একটি নির্ভযোগ্য সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
২০১৭ সালে রবির সঙ্গে দ্বিতীয় মেয়াদে চুক্তি করেছিল বিসিবি। মেয়াদ ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। তবে চুক্তির প্রাসঙ্গিকতা হারানোর অভিযোগ এনে বিসিবির সঙ্গে স্পনসরশিপ বাতিল করেছিল তারা। ২০১৫ সালে প্রথম দফায় বিসিবির সঙ্গে স্পন্সরশিপের চুক্তি হয় রবির। টাকার অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সেটি ৩০ কোটি টাকা বলে জানা গিয়েছিল। ২০১৭ সালের মে মাসে ফের দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয় রবি। সেবারও টাকার অঙ্ক জানানো হয়নি। তবে তা আগের বারের চেয়ে প্রায় দ্বিগুণ বলে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল।
যদিও মেয়াদ শেষ হওয়ার ১০ মাস আগেই চুক্তি বাতিল করে তারা। সেই কারণ আনুষ্ঠানিকভাবে রবি না জানালেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে সেই ক্ষোভ ঝেড়েছিলেন। কারণ সাকিব আল হাসান অন্য আরেকটি টেলি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। আরও একাধিক ক্রিকেটারের নামও ছিল সেই তালিকায়। সেই অভিজ্ঞতা মাথায় নিয়ে এবার তারা শর্ত দিয়েই জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে।
শর্তটি কি জানতে চাইলে রবি ও বিসিবির পক্ষ থেকে কেউই কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক উভয় প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রবির সঙ্গে বিসিবির চুক্তি থাকাকালে জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক অন্য কোনো টেলি কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারবেন না। টেলি কোম্পানি ব্যতিত অন্য কোনো পণ্যের সঙ্গে চুক্তিতে যেতে পারবেন তারা।