জ্যাকের ঝড়ো সেঞ্চুরিতে বিপিএলে রেকর্ড গড়লো কুমিল্লা
ছবি: সংগৃহীত
আসরের শুরু থেকেই রান পাচ্ছেন না লিটন দাস। অবশেষে চট্টগ্রাম পর্বে এসে দাড়ুন ছন্দে ফিরলেন তিনি। ৩১ বলে ৬০ রানের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তুললেন ইংলিশ ওপেনার উইল জ্যাক। জ্যাকের এই সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যা বিপিএলের চলতি আসরের সর্বোচ্চ রান।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে কুমিল্লা। যা বিপিএল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। ভিক্টোরিয়ান্সদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৭ রান করেছেন জ্যাক। তাছাড়া ফিফটি পেয়েছেন লিটন ও মঈন আলী।
এর আগে ওপেনিংয়ে নেমে লিটন দাসও ঝড় তুলেছিলেন। তিন ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে চলতি আসরের সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়ে কুমিল্লা। এর আগে এই চট্টগ্রামের বিপক্ষেই ২১১ রান তুলে সর্বোচ্চ রান তোলার রেকর্ড করেছিল রংপুর রাইডার্স।
শুধু তাই নয়। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডও স্পর্শ করে ফেলেছে কুমিল্লা। ২০১৯ সালের আসরে ৪ উইকেটে ২৩৯ রান তুলে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস গড়েছিল রংপুুর রাইডার্স। আজ রংপুরের সেই রেকর্ডেও ভাগ বসায় কুমিল্লা।