ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ম করছে পাকিস্তান
ছবি: সংগৃহীত
ক্রিকেটাররা সাধারণত নিজেদের ইচ্ছেমতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে থাকেন। তবে সেই মাধ্যমে করা তারকা ক্রিকেটারদের কিছু মন্তব্য নিয়ে চিন্তিত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে কারণে পিসিবি বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নীতিমালা করার কথা ভাবছে।
আরও বিশেষ করে বললে, তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল ব্যবহার নিয়ে সংস্থাটির এই পদক্ষেপ।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে গতকাল (শুক্রবার) এই তথ্য জানিয়েছে। কিছুদিন আগে শাহিন আফ্রিদির সঙ্গে ‘স্পেস সেশন’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে সায়া কর্পোরেশন। যেখানেই আমিরের জাতীয় দলে ফেরা কথা বলেন পাকিস্তানের এই টি-টোয়েন্টি অধিনায়ক। আরেকটি সেশনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সাবেক পাক অধিনায়ক বাবর। সেসব মন্তব্যে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছে পিসিবি।
সূত্রের বরাতে জিও নিউজ বলছে, টুইটার সেশনের মাধ্যমে পিসিবির কেন্দ্রীয় চুক্তির বিষয়টিকে হালকা করে দেখা হচ্ছে বলে মনে করে পিসিবি। সে কারণে ক্রিকেটারদের মন্তব্য বিতর্ক তৈরি করতে পারে বলেও তারা উদ্বিগ্ন। সে কারণে পিসিবির গভর্নিং বডি ক্রিকেটার ও তাদের এজেন্টদের সঙ্গেও ইতোমধ্যে কথা বলেছে। বিষয়টি পর্যবেক্ষণ করছে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট ডিপার্টমেন্ট।
Babar Azam and Shaheen Afridi recently hosted spaces on X
— Geo Super (geosupertv) February 9, 2024
Read more: https://t.co/TKFoniyGlf#PakistanCricket pic.twitter.com/CrPqVX59Eo
এর আগে ১ ফেব্রুয়ারি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি লাইভ স্পেস সেশনের আয়োজন করেন বাবর। যেখানে তিনি নিজের ভক্ত-অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। এদিন বড় চমক ছিল সেশনটিতে আচমকা মোহাম্মদ রিজওয়ানের উপস্থিতি! এক ফাঁকে পাক উইকেটকিপার ব্যাটার এদিন সতীর্থকে প্রশ্ন ছুড়ে দেন, ‘কখন বিয়ে করছো?’ জবাবে বাবর বলেন- আমি জানতাম তুমি এটা জিজ্ঞেস করবে। পাল্টা রিজওয়ান বলেন, প্রশ্নের জবাব দিতে হবে। বাবরের উত্তর- আমি তোমাকে গোপনে এটার উত্তর দেবো।