সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বিরাট-আনুশকা, জানালেন ডি ভিলিয়ার্স

ছবি: সংগৃহীত

সুখবর পেতে যাচ্ছেন ভারতের ক্রিকেট ও সিনেমা জগতের তারকা দম্পত্তি বিরাট কোহলি-আনুশকা শর্মা। দ্বিতীয়বারের মতো বাবা-মা হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। এমন খবর জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এই প্রোটিয়া কিংবদন্তি কোহলির খবরটি সামনে আনেন। ভারতীয় তারকা বেশ কিছুদিন পারিবারিক কারণে খেলার বাইরে থাকার সুযোগে নানা জল্পনা ছড়িয়েছে। যা নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি যতদূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে কোহলি। সেই কারণেই প্রথম দুই টেস্টে (ইংল্যান্ডের বিপক্ষে) ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।’

এরপরই কোহলি-আনুশকা দম্পতির আসন্ন সন্তানের খবর ফাঁস করেন ডি ভিলিয়ার্স, ‘আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। আনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে নেই।’

কোহলি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টেস্টের দলে নেই। সিরিজ শুরুর আগে হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। তিনি কেন টেস্ট খেলবেন না তার কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়নি। শুধু জানানো হয়েছিল, বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে যেন কোনো গুজব ছড়ানো না হয়। ম্যানেজমেন্ট ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।

এরপরই বিরুশ্কার দ্বিতীয় সন্তান হওয়ার জল্পনা আরও বেড়েছিল। তাতে এবার সিলমোহর দিলেন ডি ভিলিয়ার্স। যদিও এই বিষয়ে বিরাট বা অনুশকা এখনও কিছু জানাননি।

Header Ad
Header Ad

১৫ লাখ টাকা নিয়েছিলো সাবেক প্রেমিকের থেকে তাহসানের স্ত্রী!  

ছবিঃ সংগৃহীত

একদিন আগেই খবর বেড়িয়েছে বিয়ে করেছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান। তার হবু স্ত্রী'র পরিচয় নিয়ে আগ্রহ ছিল সবার। সেই পারদে হাওয়া লেগে সন্ত্রাসী বাবার পরিচয় সহ সাবেক প্রেমিকও বেড়িয়ে এসেছে এখন।

বেসরকারি একটি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়েছে তাহসানের স্ত্রী রোজার সাবেক প্রেমিক, যদিও তার পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন তিনি। তিনি বলেন, আমাদের ৯ বছরের সম্পর্ক ছিল। সেখান থেকে এমন কিছু হবে আমি কখনো ভাবিনি। আমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে সে, তার বিদেশ যাওয়ার সময় আমি ১৫ লাখ টাকা দিয়েছি।

আমি ব্যথিত হইনি কিন্ত এটি ছিল অবিশ্বাস্য একটি ব্যাপার, প্রতারিত হয়েছি আমি। তিন মাস আগে আমাদের সম্পর্ক ভেঙ্গে যায়, ১ মাস আগেও সে ফোন দিয়ে সবকিছু ঠিক করতে চেয়েছিল। কিন্ত গতকাল মিডিয়ায় জানলাম এতকিছু হয়ে গেছে। আমাদের ব্রেকাপের কারণও তাহসান ছিলো।

তিনি আরো বলেন, ২০১৬ থেকে আমাদের সম্পর্ক ছিল। আমি গতকাল পর্যন্তুও কিছু জানতাম না। ৩ মাস হয়েছে আমাদের ব্রেকাপ হয়েছে কিন্ত বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানলাম তাদের ১ বছর ধরে সম্পর্ক আছে। সম্পর্ক কতটা গভীর ছিলো সে সম্পর্কে বলেন , ৯ বছরের সম্পর্ক থাকলে যতটা গভীরতা থাকে ততটা ছিলো। আমাদের চাইল্ডহুড সম্পর্ক ছিলো। তার ক্যারিয়ারেও আমার অবদান আছে, আমেরিকা গেছে সেখানেও আমার অবদান আছে।

উম্মে হাবিবা রোজা থেকে রোজা আহমেদ পরিচয়ে আছে সে এখন, যেখানে আমার অবদান অনেক। তাহসানের স্ত্রী'র সাবেক প্রেমিক বিবাহিত কিনা জানতে চাইলে বলেন, আমাকে তো ছ্যাঁকা দিয়ে চলে গেছে সে। আপনারা নিশ্চই তার বাবা সম্পর্কেও জানেন, তার বাবা কিন্ত আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী ছিল। আওয়ামী লীগ আমলেই তাকে ক্রসফায়ার দেয়া হয়। সেই বাবার ধুরন্দর মেয়ে রোজা।

রোজার সাবেক প্রেমিক অনুরোধ করেন, এখন প্রচার করা হচ্ছে সে নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটিকোলজি এর উপর ডিগ্রি অর্জন করেছে। কিন্ত নিউইয়র্ক ইউনিভার্সিটিতে এই সাবজেক্টই নাই, আপনারা চাইলে অনুসন্ধান করতে পারেন। সে এইচএসসি পাশ করে ওখানে গেছে, এটা দিয়ে ওখানে ভর্তি হওয়া সম্ভব না। এই মিথ্যাচার তারা করে যাচ্ছে। ৯ বছর ধরে সম্পর্ক ছিল, তার সবকিছুই আমার জানা আছে। আমি যে টাকা দিয়েছি তা ফেরত পাব নাকি জানি না। মিডিয়ার উচিৎ সত্য সামনে তুলে আনা। আমার আগেও তার একজন প্রেমিক ছিল।

Header Ad
Header Ad

৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য  

ছবিঃ সংগৃহীত

শরিফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা।অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন।

রোববার (৫ জানুয়ারি) রাতে ‘লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)’ শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়।

টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫ এর ১৫ আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা।

টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে, যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ যেকোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন।

২৪’এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র-জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী-হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি। সেই অবস্থান থেকে সেই ৭১’এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে।

৭৫ এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন।

মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, ১৫ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে? এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবো। নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করবো।

এই বীর বিক্রম বলেন, যখন সাতদফাতে চুক্তি করে নজরুল ইসলাম, তাজ উদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভমেন্ট গঠন করার। সাতটা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে, আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য-অঙ্গরাজ্যে পরিণত হব।

তিনি বলেন, ‘শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতোটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য।’

মেজর ডালিম বলেন, ‘মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর আর খালি হাতে মার্বেল খেলা না। ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুইপক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনাঅভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলো।’

তিনি বলেন, ‘মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ১৫ আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান।’

জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত।

ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি।

Header Ad
Header Ad

মুম্বাইয়ে ক্রাইম পেট্রোল অভিনেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত

ছবিঃ সংগৃহীত

দিনে দুপুরে মুম্বইয়ের রাস্তায় ঘটল ভয়ঙ্কর ঘটনা। ভারতের মুম্বাইয়ে দিনে দুপুরে টেলি অভিনেতা রাঘব তিওয়ারিকে ছুরিকাঘাত করল এক স্কুটার আরোহী। হামলার সময় অভিনেতার মাথায় ধারাল অস্ত্রের কোপ মারা হয়, মাথায় রড দিয়ে আঘাতও করা হয়।

হামলার এ ঘটনার পর থানায় যান ভুক্তভোগী অভিনেতা রাঘব। তার অভিযোগ, ঘটনার পর ভারসোভা থানায় অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

মাস কয়েক আগের এই ঘটনা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে উঠে আসে। জানা যায়, ঘটনার দিন কেনাকাটা করে বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রাঘব তিওয়ারি। এরপর গাড়ি থেকে নেমে রাস্তা ক্রস করার সময় একটা স্কুটারের মুখোমুখি হন তিনি। তাই ওই স্কুটার আরোহীকে ‘সরি’ও বলেন রাঘব। অভিযোগ, সরি বলার পরও তার সঙ্গে তর্কাতর্কি করতে শুরু করেন, তাকে গালি দেন ওই স্কুটার চালক।

এক পর্যায়ে সেই স্কুটার চালক ধারালো ছুরি বের করে অভিনেতার ওপর কোপ মেরে বসেন। এছাড়াও চড়-থাপ্পরও মারা হয় অভিনেতাকে। এরপর অভিনেতা মাটিতে লুটিয়ে পড়লে তার বাকি বন্ধুরা ও স্থানীয় লোকজন এসে তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মাথায় অনেকগুলো সেলাই পড়ে।

এদিকে রাঘব তিওয়ারির পুলিশে অভিযোগ করলেও পুলিশ ঠিক ধারায় মামলা রুজু করেননি বলে জানিয়েছেন রাঘব। অভিনেতা রাঘব তিওয়ারি আরও জানান, হামলাকারী ওই ব্যক্তি একজন অ্যাকশন ডিরেক্টর ছেলে। উল্লেখ্য, রাঘব তিওয়ারি ক্রাইম পেট্রোলে অভিনয়ের জন্য পরিচিত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

১৫ লাখ টাকা নিয়েছিলো সাবেক প্রেমিকের থেকে তাহসানের স্ত্রী!  
৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য  
মুম্বাইয়ে ক্রাইম পেট্রোল অভিনেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত
প্রথমবার জুটি বাঁধছেন আয়ুষ্মান-রাশমিকা
বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে লন্ডন যাবেন খালেদা জিয়া  
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র  
আজই পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো
শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয় : পরীমণি
প্রশ্নফাঁস কান্ডের সেই আবেদের ব্যাংক হিসাবে ৪৫ কোটি টাকা লেনদেন
শেখ হাসিনাকে ‘কওমি মাতা’ আখ্যা দিয়ে তসলিমার সমালোচনা
গুচ্ছ পদ্ধতি এবং পোষ্য কোটা বাতিলসহ সাত দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বিএনপি নেতা ও সাবেক এমপি এস এ খালেক আর নেই
ভারতে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩
বিএনপির নামে চাঁদাবাজি করলেই আইনি ব্যবস্থা: এডভোকেট আহমেদ আযম খান
৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে যাওয়া বাতিল
এবার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক ‘ফ্ল্যাট বিতর্কে’
এবার প্রেমের টানে নাটোরে এলেন মালয়েশিয়ার নারী
ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেন প্রশাসনের
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের