বিপিএলে শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ
ছবি: সংগৃহীত
গত সোমবার (২২ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে বরিশালের ম্যাচে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক টানা তিনটি নো বল দেন। যেটি নিয়ে এখন আলোচনায় তিনি! অভিজ্ঞ এই অলরাউন্ডারের এই কাণ্ড ভালো চোখে নেয়নি দলটি। তাদের শঙ্কা এই ম্যাচে ফিক্সিং করে থাকতে পারেন শোয়াইব। আর এজন্যই তার সাথে চুক্তি বাতিল করেছে ফরচুন বরিশাল ।
জানা যায়, বরিশালের সাথে মালিকের চুক্তি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু তার এমন বিতর্কিত কাণ্ড ভালো চোখে নেয়নি তারা। তাই এর আগেই তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এই নিয়ে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ বলেন, " সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। তার কাছ থেকে এমন কিছু আশা করিনি, আর এটা স্বাভাবিক জিনিসও না। এখানে ফিক্সিংও থাকতে পারে, আমরা এই নিয়ে অভিযোগ করেছি। "
যদিও পুরো বিষয়টি সন্দেহজনক হিসেবে পদক্ষেপ নিয়েছে দলটি। আদৌ মালিক ফিক্সিং করেছেন কি না তার সুস্পষ্ট কোন প্রমাণ পাওয়া যায়ান। অতীতে বহু পাকিস্তানি ক্রিকেটার ফিক্সিং কাণ্ডের সাথে জড়িত ছিলেন।