সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

শোয়েব মালিকের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন সানিয়া

ছবি: সংগৃহীত

শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। আচমকা দিনের শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৃতীয় বিয়ের ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে দুটি ছবি শেয়ার করে বিয়ের কথা নিশ্চিত করেন এই অলরাউন্ডার।

এরপর থেকেই প্রশ্ন উঠছিল টেনিস তারকা সানিয়ার সঙ্গে তার বিবাহ-বিচ্ছেদ হয়েছিল কি না! অবশ্য এমন প্রশ্নের জবাব তখনই কিছুটা মিলেছিল।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে সানিয়ার বাবা ইমরান মির্জা জানান, ধর্মীয় আইন ‘খুলা’ পদ্ধতি মেনেই সানিয়া এবং শোয়েবের ডিভোর্স হয়েছে। শরীয়া আইন অনুযায়ী— ‘খুলা’ হল মহিলাদের একটি অধিকার যার মাধ্যমে তারা একপাক্ষিক ভাবে স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন। সেই আইনের মাধ্যমেই সানিয়া শোয়েবকে বিচ্ছেদ দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করেননি সানিয়ার বাবা।

দিন কয়েক আগে ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট করলেও শোয়েবের তৃতীয় বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার পর এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি খোদ সানিয়া মির্জাকে। অবশেষে সানিয়ার পক্ষ থেকে শোয়েবের সঙ্গে ডিভোর্স নিয়ে খোলামেলা কথা বলা হয়েছে। সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে, কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

মির্জা পরিবার ও টিম সানিয়ার নামে দেওয়া সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘সানিয়া সব সময়ই তার ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, আজ এটা জানানোর প্রয়োজন হয়েছে যে শোয়েব আর তার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গেছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।’

বিবৃতিতে এরপর সানিয়ার ভক্ত-সমর্থকদের কাছে একটি অনুরোধও করা হয়েছে, ‘তার (সানিয়া) জীবনের এই স্পর্শকাতর সময়ে আমরা চাইব, সানিয়ার গোপনীয়তার স্বার্থে যে কোনো জল্পনা থেকে যেন সবাই বিরত থাকে।’

পাক-ভারত বৈরিতার মাঝেও ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব মালিক এবং সানিয়া মির্জা। দুজনেই নিজ নিজ খেলার নামী দুই তারকা। সেসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এই দুজনের বিয়ে। অনেকেই যেমন মানতে পারেননি তাদের সম্পর্ক। দীর্ঘ ১৪ বছর পর দুজনের সম্পর্কটাই ভেঙে গেল।

সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে শোয়েবের স্মৃতি মুছে ফেলেছিলেন সানিয়া। এ ছাড়া রহস্যময় এক বার্তাও দিয়েছিলেন। তাতে লেখা ছিল- ‘বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বাছবেন, সেটা আপনার সিদ্ধান্ত…, ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বাছুন… আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বাছব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন’।

শোয়েবের তৃতীয় স্ত্রী সানা মূলত পাকিস্তানের একজন অভিনেত্রী এবং মডেল। একইসঙ্গে মেকআপ আর্টিস্টও বটে। তার জন্ম ২৫ মার্চ, ১৯৯৩। পাকিস্তানি এই মডেলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে এক গায়কের সঙ্গে গাটঁছাড়া বেধেছিলেন তিনি। ২০১২ সালে বিজ্ঞাপনের মডেল হিসেবে তার ক্যারিয়ারের শুরু।

Header Ad
Header Ad

পপ তারকা ম্যাডোনার সঙ্গে পোপ ফ্রান্সিসের ডিপফেক ছবি ভাইরাল

এআই দিয়ে তৈরি ছবিতে পোপ ফ্রান্সিস ও ম্যাডোনা। ছবি: সংগৃহীত

ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস পপ তারকা ম্যাডোনাকে জড়িয়ে চুমু খাচ্ছেন, এমন এক ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ছবিটি ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে পোপের ভক্তদের মাঝে।

তবে, ছবিটি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ম্যাডোনার সঙ্গে পোপের অন্তরঙ্গ ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ম্যাডোনা। এর পরই এই ডিপফেক ছবি ও এআই ভিডিও নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

যদিও পোপ ফ্রান্সিস অনেক আগেই ডিপফেক প্রযুক্তি নিয়ে সতর্ক করেছেন। গত বছরের মার্চে ভাইরাল হওয়া একটি ছবিতে তাকে বালেন্সিয়াগারে একটি পাফার জ্যাকেট পরা অবস্থায় দেখা গিয়েছিল।

পরে জানা যায়, সেই ছবিটিও এআই দ্বারা তৈরি করা হয়। এই ছবিটি এতোটাই বাস্তব হয়েছিল যে, বহু মানুষ এটিকে সত্য বলে ধরে নিয়েছিলেন। তবে পোপ নিজে এই ধরনের ছবি নিয়ে সতর্ক করেন।

Header Ad
Header Ad

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, স্থানীয় পুলিশ জানিয়েছে, আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি। আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

ভুক্তভোগী আব্দুল হাই কানুর অভিযোগ, রোববার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছে বাজারে গিয়েছিলেন। এ সময় স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন তাকে ধরে জুতার মালা পরিয়ে দেন। সেই সঙ্গে তাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়।

আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার এই ঘটনার ভিডিও গতরাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় জামায়াত দাবি করছে, আবুল হাসেমসহ ঘটনায় জড়িতরা জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নয়।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্তাকারীদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সকালে বিজিবির সদরদপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে। যে দুষ্কৃতিকারীরা তাকে হেনস্তা করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

Header Ad
Header Ad

দেশে ১৯ লাখ ৪০ হাজার তরুণ বেকার- বিবিএস’র জরিপ

ফাইল ছবি

বাংলাদেশের ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ শ্রমশক্তির মধ্যে ৭.২%, অর্থাৎ ১৯ লাখ ৪০ হাজার তরুণ বর্তমানে বেকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৩-এর চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

রবিবার (২২ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে আরও দেখা গেছে, এই তরুণ বেকারদের মধ্যে গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার ৮০.৭%, যা শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি। শহরাঞ্চলে এই হার ৭৫.১%। সামগ্রিকভাবে, দেশের মোট বেকার জনগোষ্ঠীর ৭৮.৯% হলো ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ।

জরিপে উঠে এসেছে, বেকার তরুণদের মধ্যে ৩১.৫% উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন, ২১.৩% মাধ্যমিক এবং ১৪.৯% তরুণ উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। মোট বেকার তরুণদের মধ্যে ১.৩৪ মিলিয়ন বা ৬৯.১% গ্রামীণ অঞ্চলের, আর ০.৬০ মিলিয়ন বা ৩০.৯% শহরাঞ্চলের। তরুণদের প্রাক্কলিত বেকারত্বের হার ৭.৩%—পুরুষদের মধ্যে এ হার ৯.৬% ও নারীদের মধ্যে ৪.৮%।

শহরাঞ্চলে তরুণদের বেকারত্বের হার ১০.৫%। নগরাঞ্চলে নারীদের মধ্যে বেকারত্বের হার ১৩.৩% ও পুরুষদের মধ্যে ৯.৩%। গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার ৬.৪%—পুরুষদের ৯.৮% ও নারীদের ৩.৫%।

প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ৩ মাসের বেকারত্বের হার সবচেয়ে বেশি ২৪.৮%। নারী ও পুরুষদের বেকারত্বের হারেও পার্থক্য বেশি। নারীরা তুলনামূলক কম সময় বেকার থাকেন। মাত্র ৭.৯% তরুণী দুই বছর বা তার বেশি সময় ধরে বেকার থাকেন।

প্রাথমিক বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি, কিন্তু উচ্চশিক্ষিতদের (বিশ্ববিদ্যালয় ডিগ্রি) মধ্যে বেকারত্বের হার তুলনামূলক কম।

এছাড়া বেকার তরুণদের বড় একটি অংশ ১ থেকে ৩ মাস কর্মহীন ছিলেন। দীর্ঘমেয়াদি বেকার তরুণদের মধ্যে (১-২ বছর বা তার বেশি সময়) একটি উল্লেখযোগ্য অংশ উচ্চশিক্ষিত—যথাক্রমে ১৯.২% ও ১৬.৩৫।

জরিপে আরও দেখা গেছে, শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণে নেই এমন তরুণদের মধ্যে ৬১.৭% নারী এবং ৩৮.৩% পুরুষ। শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকা নারীর সংখ্যা বেশি হওয়ার পেছনে নারীদের গৃহস্থালি কাজ ও প্রাতিষ্ঠানিক বাধাগুলো মূল কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকা সবচেয়ে বড় অংশের বয়স ১৫ থেকে ১৯ বছর। এ বয়সি ৩.৩৬ মিলিয়ন বা ৪০.৭% তরুণই শিক্ষা, কর্ম বা প্রশিক্ষণে নেই। ২৫ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে এ হার ৩০% বা ২.৪৮ মিলিয়ন এবং ২০ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে এ হার ২৯.৩% বা ২.৪২ মিলিয়ন।

শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকা তরুণদের মধ্যে ৪১.৯% গ্রামীণ ও ৫৮.১% শহুরে অঞ্চলের। সামগ্রিকভাবে ১৫ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকার হার ১৮.৯%—পুরুষদের মধ্যে এ হার ১৫.৪% ও নারীদের মধ্যে ২২.১%।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পপ তারকা ম্যাডোনার সঙ্গে পোপ ফ্রান্সিসের ডিপফেক ছবি ভাইরাল
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
দেশে ১৯ লাখ ৪০ হাজার তরুণ বেকার- বিবিএস’র জরিপ
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্ত্রী-সন্তানসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্তা, ভিডিও ভাইরাল
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ যুবকের
যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
গাজায় হাসপাতাল-স্কুল ও ‘সেফ জোনে’ ইসরায়েলের হামলা, নিহত ৫০
আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে
৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল
লাইভে ‘জুবায়েরপন্থী’ বলায় টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলা, আহত ৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাত মারা গেছে
আমাদের কেবিনেটে কোনো অসৎ ব্যক্তি নেই: নৌ উপদেষ্টা
কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, যা জানা গেল
হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক