বিপিএল ছেড়ে আজ সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব
ছবি সংগৃহিত
বেশ কিছুদিন ধরেই তিনি চোখের সমস্যায় কাবু। এইতো কিছুদিন আগেই চোখের চিকিৎসা নিতে সাকিব আল হাসান ছুটে গিয়েছিলেন লন্ডনে। এরপর ঢাকায় ফিরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচও খেললেন। কিন্তু সমস্যা কাটল না। এবার তা থেকে মুক্তি পেতে যেতে হচ্ছে সিঙ্গাপুরে। সেখানেই চলবে চিকিৎসা। যে কারণে মিস করবেন বিপিএলের ম্যাচ।
গত বিশ্বকাপ থেকেই তিনি চোখের সমস্যায় ভুগছেন। বিপিএল শুরুর কদিন আগে এটি নিজেই নিশ্চিত করেন। ব্যাটিংয়ের সময় দৃষ্টি শক্তি শতভাগ পাচ্ছিলেন না। বল দেখতেও সমস্যা হচ্ছিল। এ কারণে রংপুর রাইডার্সের উদ্যোগে যুক্তরাজ্য চিকিৎসা নিতে যান। যেখানে যদিও খুব বড় কিছু ধরা পড়েনি।
দেশে ফিরেই সাকিব জানান, খেলবেন প্রথম ম্যাচ থেকে। খেলেছেন ফরচুন বরিশালের বিপক্ষে শনিবার। তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন তিন নম্বরে। যদিও মাত্র ২ রানে আউট।
ম্যাচ শেষেই জানা যায়- চোখের সমস্যা নিয়ে খেলাটা কঠিন হয়ে গেছে তার। এনিয়ে কথা বলেন বিসিবির কর্মকর্তাদের সঙ্গে। এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্রুত সাকিব আল হাসানকে পাঠাচ্ছে সিঙ্গাপুরে। রোববার দুপুরে সাকিব যাচ্ছেন সিঙ্গাপুর। দেখাবেন বিশেষজ্ঞ ডাক্তার।
এর আগেও বাংলাদেশ ও যুক্তরাজ্যেও বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চোখের এই সমস্যা নিয়ে পরামর্শ নেন সাকিব। আপাতত বিপিএল থেকে সাকিবের বিরতি। কবে থেকে মাঠে ফিরতে পারবেন সেটা বলা যাচ্ছে না। চিকিৎসকের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেবেন সাকিব!
কিন্তু আজ রোববার সকালে গণমাধ্যমকে সাকিবের ফেরার দিনক্ষণ নিশ্চিত করে বলতে পারেননি রংপুর কোচ। সোহেল বলেন, ‘সেটা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসকের ওপর নির্ভর করছে। চিকিৎসার জন্য সাকিবকে কতদিন সিঙ্গাপুর থাকতে হবে, তা আগাম বলা কঠিন।’
ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন দেশে ফিরে আসেন সাকিব এবং পরের ম্যাচ থেকেই খেলবেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামি মঙ্গলবার মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের রংপুর।
শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় তিনি চোখে ওই জায়গা থেকে শেষ কিছুদিন ধরে ভুগছেন। চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে। তারা ভালো বলতে পারবে সবশেষ কোন পরিস্থিতিতে আছে। তবে আমি যেটা বললাম, তিনি ভুগছেন।’