১১ বল, '০' রানে শেষ '৬' উইকেট হারিয়ে অলআউট ভারত
ছবি: সংগৃহীত
কেপ টাউন টেস্টে এখনো খেলা হয়নি ৬০ ওভারও। তবে এর মাঝেই ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্টের ফলাফল প্রায় দেখা যাচ্ছে। এমনকি শঙ্কা আছে এক দিনেই এই টেস্ট শেষ হয়ে যাওয়ার। এরই মাঝে একবার করে অল আউট হয়েছে দুই দল।
আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা মাত্র ৫৫ রানেই অল আউট হয়েছিল। এরপর ব্যাট করতে নেমে ভারত করতে পেরেছে ১৫৩ রান। তবে শেষের ছয়টি উইকেট ভারত হারিয়েছে কোন রান যোগ না করেই। ১৫৩ রানে ৪ উইকেট থেকে ১৫৩ রানেই অল আউট হয়েছে ভারত।
ফলে কোন রান যোগ না করেই শেষের ছয়টা উইকেট হারিয়েছে ভারত। টেস্ট ক্রিকেটে এমন কিছু এই প্রথমবার দেখলো বিশ্ব। এর ফলে মাত্র এক দিনেই টেস্ট শেষ হবার শঙ্কা তৈরি হয়েছে। ৯৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা।
দিনের এখনো বাকি প্রায় ৩০ ওভার। ফলে এর মাঝে দক্ষিণ আফ্রিকা আরেকবার অল আউট হলে একদিনেই শেষ হবে কেপ টাউন টেস্টে। এর আগে কখনোই একদিনে কোন টেস্ট ম্যাচে ফল আসেনি। ওদিকে দুই দিনে টেস্ট শেষ হওয়ার রেকর্ড আছে ২৪ বার।