মেসির অবসরে আর্জেন্টিনার দলে আর দেখা যাবে না ১০ নম্বরের জার্সি!
ছবি সংগৃহিত
ফুটবল বিশ্বে জার্সির ক্ষেত্রে অনেক আইকনিক নম্বর আছে। একেক ফুটবলাররা যাকে বিশেষ করে তোলেন নিজেদের বিশেষত্ব দিয়ে। যার মধ্যে অন্যতম ‘নম্বর ১০’। ১০ নম্বরের জার্সিতে খেলা ফুটবলাররা প্রায়শই রেখে গেছেন তাদের চিরন্তন পরিচিতি।
আর্জেন্টিনার ফুটবলের ক্ষেত্রেও ১০ নম্বর জার্সির গুরুত্ব অপরিসীম। দিয়েগো মারাদোনার পর লিওনেল মেসি। দুই বিশ্ব নন্দিত ফুটবলার তাদের এই ১০ নম্বর জার্সিতে নিজেদের পরিচয় বহন করেছেন।
অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে ২০২১ সালে কোপা আমেরিকা জয় করেছিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল মেসির দল আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি ১৮০ ম্যাচ খেলে ১০৬ গোল করেছেন। ৭ বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন মেসি।
কিছু বছর আগে মারাদোনার প্রতি সম্মান জানিয়ে তার ১০ নম্বর জার্সিকে অবসরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে ফিফার নিয়ম ছিল ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত জার্সি পড়তেই হতো প্রথম সারিরর জাতীয় দলগুলোকে।
তাই আর অবসরে পাঠানো হয়নি মারাদোনার ১০ নম্বর জার্সিকে। তবে এরপর একই ভাবে সেই বিশেষ নম্বরের জার্সিকে রাঙিয়েছেন লিওনেল মেসি। দেশের ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে মেসি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন কোপা আমেরিকা আর বিশ্বকাপ।
এত সব অর্জনের পর মেসি সহজাতভাবেই পেলে-মারাদোনার সারিতে উঠে এসেছেন। তাই এত কিছু দেওয়া লিওকে সম্মান জানিয়ে এবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন আবারও সিদ্ধান্ত নিয়েছে দেশটার ১০ নম্বর জার্সিকে অবসরে নেওয়ার।
আর্জেন্টিনার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া জানান, ‘’মেসি যখন জাতীয় দল থেকে অবসর নেবেন এরপর আমরা সেই ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। মেসির পর আর্জেন্টিনার দলের আর কেউই ‘জার্সি নম্বর ১০’ পড়বে না। অন্তত এতটুকু আমরা তার সম্মানে করতেই পারি।‘’
এর আগে বার্সেলোনা ছাড়ার পর মেসির বার্সার ১০ নম্বর জার্সি নিয়েও চলেছে হুলস্থুল। তখনও বার্সার সেই জার্সি আর কাউকে না দেওয়ার আদার ওঠে ভক্তদের থেকে। এক পর্যায়ে মেসির পড়া সেই জার্সি নিলামে বিক্রিও হয় বাংলাদেশী টাকার হিসেবে প্রায় ৫ কোটিতে। অবশ্য ১০ নম্বরটা বার্সায় মেসির পরে পান আনসু ফাতি।
ফুটবল আর লিওনেল মেসি শব্দ দুটো একে অপরের সঙ্গে জড়িত ওতোপ্রোতোভাবে। ফুটবলে মেসি, এক কথায় ‘চিরন্তন’! সেই সঙ্গে আইকনিক তার ১০ নম্বরের বিখ্যাত জার্সি। হোক তা আর্জেন্টিনার কিংবা বার্সেলোনার। ভক্তদের কাছে তা এক আরাধ্যেয় বস্তু। তাই তো তার সম্মানে মেসির সঙ্গে তার জার্সিকেও অবসরে পাঠানোর সিদ্ধান্ত খোদ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের।