শনিবার, ৫ অক্টোবর ২০২৪ | ২০ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কামিন্সের বোলিং তোপে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

যতবারই মাথা তুলে দাঁড়িয়েছে পাকিস্তান, আশা জাগিয়ে তুলেছে জয়ের, বারবারই সেখানে আঘাত করেছেন প্যাট কামিন্স। প্রথম ইনিংসের ৫ উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ান অধিনায়ক যোগ করেছেন আরও ৫টি। মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে শুক্রবার (২৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়া জিতেছে ৭৯ রানে। টানা দুই জয়ে তারা নিশ্চিত করেছে সিরিজ জয়ও।

শেষ পর্যন্ত জয়ের ব্যবধান বড় হলেও একটা সময় লড়াই জমে উঠেছিল তুমুলভাবে। রিজওয়ান ও সালমান আঘার জুটির সময় তো পাকিস্তানকেই মনে হচ্ছিল কিছুটা ফেভারিট। এক পর্যায়ে ৫ উইকেট নিয়ে ৯৮ রান প্রয়োজন ছিল তাদের। এরপরই কামিন্সের বলে রিজওয়ানের সেই আলোচিত আউট এবং এরপর পাকিস্তানের হুড়মুড়িয়ে ভেঙে পড়া। ১৮ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় তারা। দুর্দান্ত বোলিং আর নেতৃত্বে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক তাদের অধিনায়ক কামিন্স। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ধরলেন তিনি ম্যাচে ১০ শিকার। তবে একটি জায়গায় তিনি গড়েছেন ইতিহাস। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সুদীর্ঘ ইতিহাসে এক টেস্টে ১০ উইকেট শিকারি প্রথম অধিনায়ক তিনিই। প্রায় ১২১ বছর আগে অস্ট্রেলিয়ান অফ স্পিনি অলরাউন্ডার হিউ ট্রাম্বলের ৮ উইকেট এত বছর ধরে অধিনায়কদের মধ্যে এই মাঠের সেরা বোলিং। এই পরাজয়ে অস্ট্রেলিয়ার ব্যর্থতার ধারা অব্যাহতই থাকল পাকিস্তানের। এই নিয়ে এখানে টানা ১৬ টেস্ট হারল তারা। সবশেষ জয়টি ছিল তাদের সেই ১৯৯৫ সালে সিডনিতে।

নাটকীয় চতুর্থ দিনে সব মিলিয়ে উইকেটের পতন হয়েছে ১৪টি। দিনের শুরুতে অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেন অ্যালেক্স কেয়ারি। ৬ উইকেটে ১৮৭ রান নিয়ে দিন শুরু করা দল আর যোগ করতে পারে ৭৫ রান। কেয়ারির ব্যাট থেকে আসে এর অর্ধেক। লোয়ার অর্ডারদের নিয়ে লড়াই করে লিড তিনশ ছাড়িয় নিয়ে যান তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান আউট হন ৫৩ রান করে। চারটি করে উইকেট নেন ইনিংসজুড়ে দারুণ বোলিং করা দুই বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ও মির হামজা। আগের দিন উইকেটশূন্য থাকা আমে জামালের শিকার এ দিন দুটি।

পাকিস্তানের লক্ষ্য এমনিতেই ছিল কঠিন। গত ৯৫ বছরে মেলবোর্নে তিনশর বেশি রান তাড়ায় জেতেনি কোনো দল। সেই অভিযানে শুরুতেই পাকিস্তান ধাক্কা খায় আব্দুল্লাহ শফিককে হারিয়ে। প্রথম ইনিংসে ফিফটি করা ওপেনার এবার মিচেল স্টার্কের অনেক বাইরের বল তাড়া করে ধরা পড়েন স্লিপে। শান মাসুদ তিনে নেমে প্রথম ইনিংসের মতোই দারুণ সব শট খেলতে থাকেন। আরেক প্রান্তে উইকেট আগলে পড়ে থাকেন ইমাম-উল-হক। তবে রাউন্ড দা উইকেট থেকে ভেতরে ঢোকা দারুণ ডেলিভারিকে ইমামকে ফিরিয়ে এই জুটি থামান কামিন্স।

মাসুদকে অবশ্য থামানো যাচ্ছিল না। বাবর আজমের সঙ্গে জুটিতে দলকে এগিয়ে নিচ্ছিলেন তিনি বেশ দ্রুত রান তুলে। ৫৭ বলেই ফিফটি ছুঁয়ে ফেলেন তিনি।পাকিস্তান অধিনায়ককে ফিরিয়ে তখন অস্ট্রেলিয়াকে আবার স্বস্তি এনে দেন কামিন্স। প্রথম ইনিংসে ৫৪ রানের পর মাসুদ এবার ফেরেন ৬০ রানে। স্লিপে ভালো ক্যাচ নেন স্টিভেন স্মিথ। জুটি থামে ৬১ রানে। পাকিস্তান তবু লড়াই চালিয়ে যেতে থাকেন। কিন্তু জুটি গড়ে তোলার মুখেই বারবার আঘাতে থমকে যেতে হয় তাদের।

সফরে প্রথমবারের মতো স্বচ্ছন্দ মনে হচ্ছিল বাবর আজমকে। কিন্তু ভেতরে ঢোকা দুর্দান্ত ডেলিভারিতে তার সম্ভাবনাময় ইনিংস ৪১ রানে থামান জশ হেইজেলউড। সাউদ শাকিল ২৪ রান করে আউট হন স্টার্কের বলে আপার কাট খেলার চেষ্টায়। ম্যাচ তখন অস্ট্রেলিয়ার দিকেই হেলে। কিন্তু রিজওয়ান ও সালমান মিলে আবার লড়াইয়ে ফেরান পাকিস্তানকে। শুধু জুটিই গড়েননি দুজন, বেশ দ্রুততায় রান তুলতে থাকেন তারা। বিশেষ করে ন্যাথান লায়নকে থিতুই হতে দেননি তারা।

এই জুটি যখন অস্ট্রেলিয়ার মাথা ব্যথার কারণ, তখনই আবার উদ্ধারকর্তা কামিন্স। তার শর্ট অব লেংথ বলে ‘ডাক’ করে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন রিজওয়ান। কিন্তু বল অতটা লাফায়নি। কিপারের হাতে বল জমা হতেই লাফিয়ে ওঠেন কামিন্স ও অস্ট্রেলিয়ার অন্যরা। কট বিহাইন্ডের আবেদনে আউট দেননি আম্পায়ার। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। হটস্পট দেখেও পরিষ্কার বোঝা যায়নি কিছু। বারবার রিপ্লে ও স্নিকোমিটার দেখে শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ রায় দেন, ‘রিজওয়ানের রিস্ট ব্যান্ডে (আর্ম গার্ড) হালকা ছুঁয়ে গেছে বল।’ যেটির মানে, তিনি আউট!

৩৫ রানে অসন্তুষ্ট মনে বিদায় নেন রিজওয়ান। জুটি ভাঙে ৫৭ রানে। কামিন্স পূর্ণ করেন ২৫০ টেস্ট উইকেট।

এরপর কেবলই বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা। কামিন্সের শর্ট বল সামলাতে না পেরে বিদায় নেন আমের জামাল ও শাহিন শাহ আফ্রিদি। আরেক প্রান্তে সালমান ফিফটিতে পা রাখেন ৬৯ বলে। এরপরই আউট হয়ে যান স্টার্কের বলে মিচে মার্শের অসাধারণ এক ক্যাচের। পরের বলেই ম্যাচের সমাপ্তি। এবার স্টার্কের বলে দারুণ ক্যাচ নেন স্টিভেন স্মিথ। পাকিস্তানের শেষ চার ব্যাটসম্যানের কেউ কোনো রানই করতে পারেননি। প্রথম ইনিংসে উইকেটশূন্য স্টার্ক এবার শিকার করেন ৪ উইকেট। তবে ম্যাচের সেরা তো কামিন্সই। সিরিজের ফয়সালা হওয়ার পর সিডনিতে নিউ ইয়ার টেস্ট শুরু আগামী বুধবার।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩১৮

পাকিস্তান ১ম ইনিংস: ২৬৪

 

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ১৮৭/৬) (কেয়ারি ৫৩, স্টার্ক ৯, কামিন্স ১৬, লায়ন ১১, হেইজেলউড ১*; আফ্রিদি ২৭-৪-৭৬-৪, হামজা ১৮.১-৬-৩২-৪, হাসান ১৭-২-৫৩-০, জামাল ১৬-২-৭৪-২, সালমান ৬-১-১৬-০)।

পাকিস্তান ১ম ইনিংস: (লক্ষ্য ৩১৭) ৬৭.২ ওভারে ২৩৭ (শফিক ৪, ইমাম ১২, মাসুদ ৬০, বাবর ৪১, শাকিল ২৪, রিজওয়ান ৩৫, সালমান ৫০, জামাল ০, আফ্রিদি ০, হাসান ০*, হামজা ০; স্টার্ক ১৩.২-১-৫৫-৪, হেইজেলউড ১৫-৭-৩৪-১, লায়ন ১৯-১-৮৪-০, কামিন্স ১৮-২-৪৯-৫, মার্শ ২-০-৮-০)।

 

ফল: অস্ট্রেলিয়া ৭৯ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: প্যাট কামিন্স।

Header Ad

আজ বিশ্ব শিক্ষক দিবস

ছবি: সংগৃহীত

আজ (শনিবার, ৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। আজকের এই দিনটিতে শিক্ষকদের সম্মান জানাতে বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। পুরোবিশ্বে শিক্ষকদের সম্মানে আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এ বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার।’

১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কো মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভ সূচনা করা হয়।

১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ পৃথিবীর ১০০টি দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দেশ-বিদেশে ‘শিক্ষক’ পেশাজীবিদের জন্য সম্মান এবং পরবর্তী প্রজন্ম যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে সেই উদ্দেশে দিবসটি পালন করা হয়।

ইউনেস্কোর তথ্যানুযায়ী, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।

১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম অনুষ্ঠানে ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবার দিবসটি পালন করা হয়। তবে ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে শিক্ষকরা মোটা দাগে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন শুরু করেন।

কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতায় শিক্ষকদের সম্মান দেওয়ার উদাহরণ হিসেবে রয়েছে।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার

Header Ad

বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ: নির্বাচনী রোডম্যাপসহ একাধিক দাবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও একাধিক দাবি তুলে ধরেছে বিএনপি। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও একাধিক দাবি তুলে ধরেছে বিএনপি।

শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। তিনি বলেন, "আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার অনুরোধ জানিয়েছি। এছাড়া, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত রেখে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুনভাবে কমিশন পুনর্গঠন করার কথা বলেছি।"

ফখরুল আরও জানান, তারা বিতর্কিত ব্যক্তিদের প্রশাসনের কোনো পদে না রাখার দাবি জানিয়েছেন। তিনি বলেন, "২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের আইনের আওতায় আনার কথা বলেছি। সেই সঙ্গে গুম-খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছি।"

বিএনপির পক্ষ থেকে দেশ থেকে কিছু আমলা ও সাবেক মন্ত্রী-এমপিদের পালিয়ে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, "কীভাবে তারা পালিয়ে যাচ্ছে, তা খতিয়ে দেখার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। এছাড়া, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করার কথাও বলেছি।"

বিএনপির মহাসচিব আরও জানান, প্রশাসন পরিচালনার জন্য নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছেন তারা। তিনি বলেন, "যারা পূর্বে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন, তাদের ক্ষেত্রে ভুৎপেক্ষ পদোন্নতি দেওয়ার কথাও আমরা উল্লেখ করেছি।"

মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে, নির্বাচনের সুষ্ঠু আয়োজন তাদের এক নম্বর প্রায়োরিটি।

Header Ad

সোহেল রানার নতুন রাজনৈতিক দল ঘোষণা, নাম ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’

ছবি: সংগৃহীত

দেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন প্রখ্যাত অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ ওরফে (সোহেল রানা)। তার দলের নাম বাংলাদেশ ইনসাফ পার্টি। প্রাথমিকভাবে দলটির লোগোতে শোভা পেয়েছে শান্তির প্রতীক পায়রা।

গত ৩ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে বর্ষীয়ান এই অভিনেতার সভাপতিত্বে দল গঠনের ঘোষণা দেওয়া হয়। চলতি মাসের শেষে কিংবা নভেম্বরে দলটির ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে দলটির বৈঠকের ছবি শেয়ার করেছেন সোহেল রানা। তবে নায়কের ঘনিষ্টজনরা জানিয়েছেন, দলটির প্রতীক হিসেবে অনেকে ‘কবুতর’ লিখছেন। কিন্তু এটা ঠিক নয়, কবুতর দলের লোগো। প্রতীক নির্ধারণ হবে নির্বাচন কমিশনের মাধ্যমে। এ ছাড়া প্রাথমিক যে নামকরণ হয়েছে, তাতেও পরিবর্তন আসতে পারে।

প্রসঙ্গত, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত সোহেল রানা। ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পড়ার সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৬৫ সালে তিনি বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহকারী সাধারণ সম্পাদক ও ১৯৬৮ সালে সমগ্র পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন একাত্তরের মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ইকবাল হলের ভিপি নির্বাচিত হন তিনি।

২০০৯ সালে আকস্মিকভাবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করেন সোহেল রানা। দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নির্বাচনী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের অক্টোবরে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন এই চিত্রনায়ক। এদিকে, জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হলে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেন তিনি।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

Header Ad

সর্বশেষ সংবাদ

আজ বিশ্ব শিক্ষক দিবস
বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ: নির্বাচনী রোডম্যাপসহ একাধিক দাবি
সোহেল রানার নতুন রাজনৈতিক দল ঘোষণা, নাম ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুক নিয়ে এলো নতুন মনিটাইজেশন প্রোগ্রাম
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত: ডোনাল্ড ট্রাম্প
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে কোন দল থেকে কারা রয়েছেন
শেখ হাসিনা দেশের বাইরে থেকে উসকানি দিচ্ছেন: রিজভী
এবার লেবাননের মসজিদে হামলা চালাল ইসরায়েল
বিপ্লব ও হারুন কোথায়, জানে না ডিবি
ইয়েমেনে হুতিদের ১৫ স্থাপনায় যুক্তরাষ্টের নৌ ও বিমান হামলা
আট মাসে বজ্রপাতে ১৫২ জন কৃষকের মৃত্যু
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
ডিবি কার্যালয়ে কোনো আয়না ঘর-ভাতের হোটেল থাকবে না: মল্লিক
বিরাজনীতিকরণ নয়, দেশে উদার গণতন্ত্র দেখতে চাই: মির্জা ফখরুল
এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে বাড়ি ছেড়ে পালালেন নেতানিয়াহু!
৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস, পাহাড় ধসের শঙ্কা
বন্যার পানিতে মায়ের লাশের সঙ্গে ভেসে এল শিশু
এক মাঘে শীত যায় না, গুনে ‍গুনে হিসাব নেওয়া হবে- শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস
সচিবালয়ের তিন তলা থেকে লাফ দিলেন স্পিকার ও তিন এমপি