বড় হারের শঙ্কা, বাংলাদেশের সঙ্গে খেলবে না সৌদি আরব
ছবি সংগৃহীত
আগামী বছর হবে নারী সাফ। শিরোপা ধরে রাখতে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলানোর অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। মেয়েদের জন্য বড় কোনো দলের ব্যবস্থা করতে না পারলেও জানুয়ারিতে র্যাঙ্কিংয়ের বাইরে থাকা সৌদি আরবে গিয়ে তাদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফেব্রুয়ারিতে ফিফা উইন্ডোতে সৌদি আরবের সঙ্গে ম্যাচ খেলার কথা সাবিনা খাতুনদের। আপাতত ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে খেলা হচ্ছে না বাংলাদেশ নারী দলের।
তবে ফেব্রুয়ারিতে অন্য দলের সঙ্গে খেলার চেষ্টা অব্যাহত রাখা হচ্ছে বলে সংবাদমাধ্যমে জানান বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের রেজাল্টটা তারা জানে। সে কারণে হয়তো সৌদি আরব একটু ভয় পাচ্ছে! স্থগিত রাখছে যে ফেব্রুয়ারিতে না, ওরা পরে খেলবে।’ সামনের ফিফা উইন্ডোতে অন্য কোনো দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে।
বসুন্ধরা কিংস নারী ফুটবল লিগে অংশ নিতে চাচ্ছে না। ক্লাব লাইসেন্সিংও করেনি তারা। তবে বাস্তবতার বিচারে মেয়েদের লিগে বসুন্ধরা কিংস খেলবে বলে মনে করছেন বাফুফের অনেকেই। সভাপতি কাজী সালাউদ্দিন সুস্থ হয়ে ফিরলে এ ব্যাপারে আলোচনা হবে বলে জানায় বাফুফের একটি সূত্র। এ বছর না হলেও ফেব্রুয়ারিতে নারী লিগ মাঠে গড়ানোর চেষ্টায় ফেডারেশন।