নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হারলো বাংলাদেশ
৪৪ রানে হারলো বাংলাদেশ। ছবি: সংগৃহীত
হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ওপেনার উইল ইয়ংয়ের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড বৃষ্টি আইনে ৪৪ রানে হারিয়েছে টাইগারদের। এই হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।
রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনের উইনিভার্সিটি ওভালে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে উইল ইয়াংয়ের শতকে ৩০ ওভারে ৭ উইকেকে ২৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ডিএল মেথডে ৬ রান বেড়ে ২৪৫ রান টার্গেট পায় বাংলাদেশ। এ রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০০ রানে শেষ হয় টাইগারদের ইনিংস।
বিশাল রান তাড়া করতে নেমে প্রথম ওভারে সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৬ ওভারে ৪৬ রানের জুটিতে ভালো কিছুর আভাস দেন এনামুল হক বজয় ও নাজমুল হোসেন শান্ত। ১৫ রানে ইশ সৌধিকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন টাইগার অধিনায়ক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০০ রানে থামে বাংলাদেশ। দলের পক্ষে এনামুল বিজয় সর্বোচ্চ ৪৩ রান করেন। এ ছাড়া আফিফ হোসেন ৩৮ এবং তাওহীদ হৃদয় ৩৩ রান করেন।
এর আগে নিউজিল্যান্ডের প্রথম ওভারে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফিরিয়ে ভালো শুরুর আভাস দেন শরীফুল ইসলাম। তবে তৃতীয় উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে ঘুরে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপসরা। ক্যারিয়ারের ২৪তম ফিফটিতে ৭৭ বলে ৯২ রানে মেহেদী মিরাজের বলে বোল্ড হন কিউই অধিনায়ক। ওপেনার উইল ইয়াং ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরিতে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১০৫ রান করেন। ইনিংসের শেষ ১০.৪ ওভারে ১৩১ রান জমা করে নিউজিল্যান্ড।
বাংলাদেশের শরীফুল ইসলাম সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া মিরাজ একটি উইকেট নেন। নিউজিল্যান্ডের মিলনে-সোধি ও ক্লার্কসন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন উইল ইয়ং (নিউজিল্যান্ড)।
উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।