বিপিএলে আসছে নতুন দল, নাম হবে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’
ছবি সংগৃহীত
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। বছর বছর ধরেই পরিবর্তন হচ্ছে ফ্র্যাঞ্চাইজদের। দলের সংখ্যাতেই প্রায়ই আসে পরিবর্তন। আসছে বছর এই লিগে থাকবে ৭ দল। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা এবং রংপুর থেকে আসবে এসব দল। আবার একসময় বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজ থাকলেও তাদের অস্তিত্ব নেই কয়েক আসর ধরেই।
এরইমাঝে বিপিএলে আরও এক নতুন দলের গুঞ্জন শুরু হয়েছে। তবে হারিয়ে যাওয়া কোন দল নয়। ময়মনসিংহবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে অবশেষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো আসছে ময়মনসিংহ! নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে চার-ছক্কার এই আসরে নাম লেখাতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ-মোসাদ্দেক হোসেনদের জন্মভূমি।
এদিকে আসরের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। ফলে এই বছর নয়, ২০২৫ সালের বিপিএলে অন্তর্ভুক্তি হতে যাচ্ছে ময়মনসিংহের। এমনই ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
শান্ত এবার ময়মনসিংহ-৪ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। নির্বাচনের আগেই বড়সড় এই উপহার ঘোষণা করলেন ময়মনসিংহবাসীর জন্যে। যদিও তার জন্য অপেক্ষা করতে হবে আরো এক বছর।
এই প্রসঙ্গে তিনি লিখেন, ময়মনসিংহের সকল ক্রিকেট প্লেয়াররা গত বেশ কিছুদিন যাবত বিপিএলে ময়মনসিংহের টিমের জন্য আবদার করছিলেন। শুধুমাত্র উচ্চবিত্তদের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা না পাওয়ায় গড়তে পারেনি। এবার অনেক বড় শিল্পপতি ভাই প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের টিমে ইনভেস্ট করবেন।
এরপরেই দলের নাম ঘোষণা করেন মোহিত উর রহমান শান্ত, বিসিবি কর্তৃপক্ষের সাথে কথা বলে এলাম। প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বিপিএলে ময়মনসিংহের ক্রিকেট টিম থাকবে। নাম হবে, ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ইনশাল্লাহ।
তবে বিষয়টা বিপিএলের জন্যে নতুন কিছু নয়। আগের ৯ আসরে ফ্র্যাঞ্চাইজি দলের নাম, সংখ্যা এবং মালিকানায় পরিবর্তন এসেছে অনেকবার। প্রায় প্রত্যেক আসরেই নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হচ্ছে, কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি দল আবার হারিয়ে যাচ্ছে। এবার নতুন দল হিসেবে আসতে যাচ্ছে ময়মনসিংহ।