বৃষ্টিতে আবারও বন্ধ ঢাকা টেস্ট
মাত্র ৬.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাংলাদেশ-পাকিস্তান ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। এ সময় পাকিস্তানের রান ছিল ২ উইকেটে ১৮৮।
বাবর আজম ৭১ ও আজহার আলী ৫১ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তান খেলতে নেমেছিল আগের দিনের ২ উইকেটে ১৬১ রান নিয়ে।
বৃষ্টির কারণে প্রথম দিনের তৃতীয় শেসনের পর দ্বিতীয় দিনের প্রথম শেসনের খেলাও মাঠে গড়াতে পরেনি। এ কারণে সকাল থেকে কয়েক দফা চেষ্টা করেও আম্পায়াররা খেলা শুরু করতে পারেননি। উপায়ান্তর না দেখে আম্পায়াররা আগেই সাড়ে এগারোটায় লাঞ্চ বিরতি দিয়ে দেন।
লাঞ্চের পরও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে থাকে। এর কিছুক্ষণ পরই বৃষ্টি থেমে যায়। পিচ কাভার তুলে ফেলা হয়। আম্পায়াররা মাঠে নেমে আসেন। ইন্সপেকশন করে ১২টা ৫০ মিনিটে খেলা শুরু হয়। তবে স্থায়িত্ব হয় মাত্র ৬.২ ওভার। এবার বৃষ্টি হচ্ছে বেশ ভালোভাবেই। এভাবে আর কিছুক্ষণ বৃষ্টি হলে দিনের খেলা আর শুরু করাই সম্ভব হবে না। সে ক্ষেত্রে অনেক আগেই দিনের খেলা বন্ধ ঘোষণা করে দিতে বাধ্য হবেন।
এসএ/