সিলেটে আল আমিনের পরিবর্তে আলাউদ্দিন বাবু
কোনো ম্যাচ না খেলেই পেসার আল আমিনের বঙ্গবন্ধু বিপিএল শেষ হয়ে গেছে। মূলত ইনজুরিই তাকে কেড়ে নিয়েছে বিপিএল থেকে। আল আমিনকে এবার দলে টেনেছিল সিলেট সানরাইজার্স। তার পরিবর্তে সিলেট দলে নিয়েছে অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে। বিপিএলের গর্ভনিং কাউন্সিল এই পরিবর্তন অনুমোদনও দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আল আমিনকে দলে নেওয়া হলেও তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি একদিনের জন্যও অনুশীলন করতে পারেননি। এমন কি দলের সঙ্গে টিম হোটেলও উঠতে পারেননি। তাকে ছাড়াই সিলেট দুইটি ম্যাচ খেলে। যার একটিতে জয় পায়।
আল আমিন শ্রীলঙ্কায় এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ) খেলে এসে বিসিএলের (বাংলাদেশ ক্রিকেট লিগ) অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন। এলপিএল-এ তিনি ক্যান্ডি ওয়ারিয়ার্সের হয়ে ৬ ম্যাচ খেলে ৭ উইকেট পেয়েছিলেন। সেরা বোলিং ছিল ৩২ রানে ৩ উইকেট। এলপিএল খেলে আসার পর তিনি বিসিএলে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে অনুশীলন শুরু করেন। তার আগেই তাকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সিলেট ফ্রাঞ্চাইজি দলে টেনে নেয়। কিন্তু বিসিএল-এর অনুশীলনের সময় তার ডান পায়ের বুড়ো আঙ্গুলে ব্যাথা পান। এতে করে তাকে ডাক্তার ৪ সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেন। ফলে তার বিপিএলে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। তাই তার পরিবর্তে অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে দলে নেওয়া হয়েছে। আলাউদ্দিন বাবু এখন পর্যন্ত ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন ৩৩৯। সর্বোচ্চ রান ৩৮। স্ট্র্ইাক রেট ১২৭.৯২। বল হাতে উইকেট নিয়েছেন ৩৫ টি। সেরা ২১ রানে ৪ উইকেট।
এমপি/এমএমএ/