শান্তর অধিনায়কত্বে মুগ্ধ হাথুরুসিংহে
ছবি: সংগৃহীত
বাংলাদেশ দলে চলছে অধিনায়ক খোঁজার মিশন। সেই মিশনে এবার অনেকটাই সফল হয়েছে বিসিবি। সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছিল প্রশংসনীয়। দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বেও তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। বোলার পরিবর্তন, ফিল্ডিং সেটআপ ও কৌশলগত অনেক সিদ্ধান্তে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি।
সেই তালিকা থেকে বাদ যাননি টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহে। ঢাকা টেস্টের আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে তিনিও করলেন শান্তর প্রশংসা। তার অধিনায়কত্ব নাকি দাগ কেটেছে হাথুরুর মনে। কোচের কাছে এখন বিপুল পরিমাণ নম্বর পেয়ে পাস করে গেছেন অধিনায়ক শান্ত।
হাথুরুর ভাষ্য, শান্তর নেতৃত্বও ছিল দুর্দান্ত। পারফরম্যান্স দিয়ে সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। শ্রদ্ধা আদায় করে নিতে পেরেছে সে এবং সেই মানও দাবি করতে পেরেছে। আমার মনে হয়, তার অপেক্ষায় লম্বা ভবিষ্যৎ।
চন্ডিকা হাথুরুসিংহে শান্তর গুণগান গাইবেনই না কেনো। নিউজিল্যান্ডকে হারিয়ে যে ইতিহাসটা গড়েছে বাংলাদেশ, তাতে বিশ্বকাপের ব্যর্থতার দায় কিছুটা হলেও ঢাকা পড়েছে এই লঙ্কান প্রশিক্ষকের।
সিলেটে মাটিতে প্রথম টেস্টে শুধু বড় জয় নয়, টেস্ট চলার সময় ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তন থেকে শুরু করে শান্তর নানান সিদ্ধান্ত গ্রহণ নজর কাড়েন হাথুরুর।
লঙ্কান এই কোচের দাবি, অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা দুটি ব্যাপার। তার অধিনায়কত্ব ছিল অসাধারণ। ট্যাকটিক্যালি সে ছিল দারুণ। বেশির ভাগ সময়ই নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পেরেছিল সে। ফিল্ডিং সাজানোও ছিল খুবই ভালো। কখনও কখনও অপ্রথাগত ছিল, তবে খুবই কার্যকর।
শুধু শান্ত নয়, হাথুরুর নজর কেড়েছেন সিলেট টেস্ট জয়ের নায়ক তাইজুল ইসলামও। যার ঘূর্ণিতে দিশেহারা হয়ে হার মানে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। হাথুরুর মতে, তাইজুল সবসময়ই সেরা বোলার। তবে সাকিব থাকায়, আলোচনার বাইরেই থেকে যান এই ঘূর্ণি জাদুকর। এই সিরিজে সাকিব না খেলায়, কারও সঙ্গে মঞ্চটা ভাগাভাগি করতে হয়নি তাইজুলের।
লঙ্কান এই মাস্টার-মাইন্ডের মন্তব্য, তোমরা একজন ক্রিকেটার নিয়ে তখনই কথা বলো, যখন সে ভালো খেলে। কিন্তু আমরা জানি তাইজুল কতটা ভালো। রঙ্গনা (হেরাথ) ওর সঙ্গে কাজ করেছে, ওর ম্যাচিউরিটি এখন সেরা পর্যায়ে আছে। সাকিবের কারণে সে আলোচনায় কম আসে, তবে পরিসংখ্যান তার পক্ষে কথা বলছে।
সিলেট টেস্টের ধারাবাহিকতা ধরে রাখতে, মিরপুরে শান্ত-তাইজুলদের সঙ্গী হয়ে জলে উঠবেন দলের বাকি খেলোয়াড়রাও। এমনটাই প্রত্যাশা টাইগার হেড কোচের।