যুবরাজের ঘরে নতুন অতিথি

পুত্র সন্তানের বাবা হলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে এই সুখবর জানান যুবরাজ ও তার স্ত্রী হেজেল কিচ।
সুখবরটি শেয়ার করে তারা লেখেন, 'আমাদের সমস্ত অনুরাগী, বন্ধু এবং পরিবারের সদস্যদের ও আত্মীয় স্বজনদের জানাচ্ছি যে আমাদের একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। এই অসাধারণ অনুভূতির সময় ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানানোর জন্য বাবা-মা হিসেবে একটু গোপনীয়তা আশা করছি। হেজেল এবং যুবরাজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা।'
এদিকে যুবরাজের ছেলে হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় বইতে শুরু করেছে শুভেচ্ছার বন্যা। অনুরাগী, সমর্থকরা ছাড়াও যুবরাজ ও হ্যাজেলকে একের পর এক টুইট করে অভিনন্দন জানাচ্ছেন তাদের সেলিব্রিটি বন্ধুমহল। তিকে। অভিনেতা অভিষেক বাচ্চন, অভিনেত্রী রিচা চাড্ডা, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিসহ অনেকেই তাদের শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।
এসআইএইচ/
