বেদনার রেশ না কাটতেই আবারও অজিদের বিপক্ষে মাঠে নামছে ভারত
ছবি:সংগৃহীত
গত রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মত বিশ্বকাপের শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া। ১ লাখ ৩২ হাজার দর্শককে হতাশায় ডুবিয়ে শিরোপা নিয়ে গেছে অজিরা। বিশ্বকাপ ফাইনাল হারের বেদনা ভুলতে না ভুলতেই আবারও অজিদের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে ভারতকে।
ভিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ ২৩ নভেম্বর। ত্রিভ্যান্ড্রাম, গুয়াহাটি, নাগপুর ও বেঙ্গালুরতে পরের চার ম্যাচ যথাক্রমে ২৬, ২৮ নভেম্বর ও ১, ৩ ডিসেম্বর।
বিসিসিআই আসন্ন সিরিজের জন্য তারুণ্যের নির্ভর দল ঘোষণা করেছে। নিয়মিত মুখ রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, কেএল রাহুল, বুমরাহ, জাদেজা, শামিদের বিশ্রাম দিয়েছে।
এদিকে, বিশ্বকাপ দলের বেশকিছু ক্রিকেট রয়েছেন অজি দলে। তবে বিশ্বকাপ দলের বাইরে থাকা ক্রিকেটারদের এই সিরিজে বেশি সুযোগ দিতে পারে অজি টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচের একাদশে ওপেনিংয়ে দেখা যেতে পারে স্টিভেন স্মিথকে, সঙ্গে থাকবেন ম্যাথিউ শর্ট। টপ অর্ডারের অন্য সদস্য হতে পারেন অ্যারন হার্ডি।