ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল: পরিসংখ্যানে এগিয়ে কারা?
ভারত-অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত
ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এদিকে এক যুগ পর বিশ্বকাপের মহামঞ্চের ফাইনালে ভারত। উন্মদনার পারদ উপচে পড়ছে কলকাতা থেকে দিল্লি হয়ে আহমেদাবাদের ১ লাখ ৩২ হাজারের জনসমুদ্রে। উত্তাপ ছড়ানো হাইভোল্টেজ ফাইনালের আগে দেখে নেয়া যাক দুই দলের পরিসংখ্যানের খতিয়ান।
আগামীকাল রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদে এক লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মার দলের বিপক্ষে নামবে প্যাট কামিন্সের দল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই স্টেডিয়ামে এটি চলতি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের দিকে তাকালে জয়ের পাল্লা হেলে পড়ে আসরের পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দিকে। একদিনের ম্যাচে দুই দল একে অন্যকে মোকাবেলা করেছে ১৫০বার। তাতে অজিদের ৮৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৭টিতে। বাকি ১০ ম্যাচে ফল হয়নি।
আবার এই ৫৭ জয়ের মধ্যে ৩৩ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে ভারত। প্রতিপক্ষের মাঠে ১৪ ও নিরপেক্ষ ভেন্যুতে ১০ জয় আছে রোহিত শর্মার দলের। অন্যদিকে, অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে জিতেছে ৩৮ ম্যাচ। ভারতের মাটিতে ৩৩ ম্যাচ জয়ের বিপরীতে নিরপেক্ষ ভেন্যুতে জিতেছে ১২ ম্যাচ।
বিশ্বকাপে লড়াইয়ের হিসেব আসলেও এগিয়ে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে পঞ্চাশ ওভারের বিশ্বাকপে ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তাতে অস্ট্রেলিয়ার ৮ জয়ের বিপরীতে ভারতের জয় ৫টিতে।
বিশ্বকাপে প্রথমবার দুই দল মুখোমুখি হয় ১৯৮৩ সালে। যেখানে দুই ম্যাচে উভয় দলই একটি করে ম্যাচ জিতেছিল। ১৯৮৭ বিশ্বকাপেও দুইবার দেখা হয়েছিল দুই দলের। সেবারও একটি করে ম্যাচ জিতেছিল ভারত ও অস্ট্রেলিয়া। পরের চার বিশ্বকাপে ভারত একবারও অজিদের বিরুদ্ধে জয় তুলে নিতে পারেনি।
১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভারতকে ১ রানে হারায়। পরের আসরে ভারত ১৬ রানে জিতে শোধ তুলে নেয়। ১৯৯৩ সালের আসরে অস্ট্রেলিয়া জিতেছিল ৭৭ রানে। ২০০৩ সালে গ্রুপ পর্বে ভারতকে নয় উইকেটে হারানোর পর ফাইনালেও ১২৫ রানে হারিয়ে শিরোপা জিতে নেয়।
২০১১ বিশ্বকাপে মোহালিতে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে শোধ তুলে নেয় মহেন্দ্র সিং ধোনির দল। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে আবার অস্ট্রেলিয়া ভারতকে ৯৫ রানে হারিয়ে বদলা নেয়। শেষ দুটি ম্যাচ অবশ্য ভারতই জিতেছে, ২০১৯ ও চলতি আসরের গ্রুপ পর্বে।
চলতি আসরে গ্রুপ পর্যায়ে ভারত ও সাউথ আফ্রিকার কাছে দুই হারের পর টানা আট ম্যাচে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বিপরীতে লিগপর্বে প্রতিটি ম্যাচেই রোহিতের দল নিজেদের মতো করেই সাজাতে পেরেছিল চিত্রনাট্য। ফাইনালেও ভাগ্য বিধাতা তাই লিখে রেখেছেন কিনা জানা যাবে কাল।