‘আমরা ভালো ক্রিকেট খেলছি না’
প্লেয়ার্স ড্রাফটের পর ঢাকাকে বলা হয়েছিল সবচেয়ে শক্তিশালী দল। দেশি পঞ্চ পান্ডবের তিন পান্ডব মাশরাাফি-তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে মোহাম্মদ নাঈম, শুভাগত হোম, রুবেল হোসেন। বিদেশিদের মাঝে আন্দ্রে রাসেল, মোহাম্বমদ শাহজাদ, ইসুরু উদানার মতো ক্রিকেটার দলে। এমন দল নিয়ে সবাইতো আশাবাদী হবেনই।
কিন্তু ২২ গজে নেমে মুদ্রার অপর পিঠ দেখে ফেলেছে কয়েকবার হাত বদল হয়ে মালিকানা পাওয়া মিনিস্টার গ্রুপ ঢাকা। চার ম্যাচের তিনটিতেই হেরে গেছে তারা।
প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে তাদের হারটা ছিল অপ্রত্যাশিতই। ১৮৩ রান করেও জিততে পারেনি। কিন্তু এতে করে ঢাকাকে নিয়ে শঙ্কিত হওয়ার কিছু ছিল না। ১৮৩ রানে করে হারলেও দলের শক্তি সর্ম্পকে নিয়ে কোনো সংশয় ছিল না। কিন্তু পরের ম্যাচে যখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১৩১ রান করে ৩০ রানে হার মানে, তখনই সংশয় দানা বেধে উঠতে থাকে।
তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেট হারিয়ে জয়ের দেখা পাওয়াতে ঢাকাকে নিয়ে আবার নতুন করে সবাই আশাবাদী হতে থাকেন। কিন্তু মঙ্গলবার চতুর্থ ম্যাচে আসরের সবচেয়ে দূর্বল শক্তির সিলেট সানরাইজার্সের কাছে হেরেছে খুবই বাজেভাবে। আগে ব্যাট করে মাত্র ১০০ রানে অলআউট হয়ে হার মেনেছে ৭ উইকেটে। চার ম্যাচের দুইটিতেই তারা অলআউট হয়েছে।
সিলেটের কাছে হারের পর ঢাকার ওপেনার তামিম ইকবাল বলেন, ‘ আমরা ভালো ক্রিকেট খেলছি না। যেটা জিতেছি ভাগ্যক্রমা জিতেছি। এমন না যে আমরা ভালো খেলেছি। বোলিংটা ভালো ছিল, কিন্তু ব্যাটিং তেমন একটা ভালো ছিল না। এটাই কারণ। এখানে উইকেট বা অন্য কোনো কিছুকে দোষ দিয়ে লাভ নেই। অন্য দিনে সকালের উইকেটের তুলনায় আজকেরটা ভালো ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি। আজ এতো কঠিন ছিল না। অ্যাট লিস্ট ১০০ করার মতো ছিল না। উইকেট ওয়াজ অলরাইট।’
নিজেদের দল একশ রানে অলআউট হওয়া নিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন। সবাই প্রতিদিন রান করবে না। সাকসেস কম হবে, ফেইলিয়ারই বেশি হবে। তবে যার সময় আসে, মেক শিউর করতে হবে যত দূরে নেওয়া যায়। আমাদের জুটিই হচ্ছে না।’
ডাবল লিগ পদ্ধতিতে খেলা। এক এক দল ১০টি করে ম্যাচ খেলবে। সেখানে চার ম্যাচের তিনটিতেই হেরে গেছে ঢাকা। নক আউট পর্বে যাওয়া কঠিন হয়ে উঠেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ৪ ম্যাচে ১ জয়। বাকি ৬ ম্যাচে ম্যাক্সিমামই জিততে হবে কোয়ালিফাই করতে। আমরা কোয়ালিটি ভালো টিম। কোয়ালিটি প্লেয়ার্স আছে। দল হিসেবে পারফর্ম করতে পারছি না।’
এমপি