সালাহর ৪ গোলের দিনে নতুন রেকর্ড গড়লেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো ও সালাহ
বয়সকে তুড়ি মেরে ক্রিশ্চিয়ানো রোনালদো ৩৮ বছর বয়সেও ধাপিয়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক থেকে ক্লাব ফুটবলে। ধাপিয়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক থেকে ক্লাব ফুটবলে। নিয়মিত ক্লাব ফুটবলের গোল করেই চলছেন তিনি। গোলের দেখা পাচ্ছেন জাতীয় দলের জার্সিতেও।
শুক্রবার (১৭ নভেম্বর) ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচে লিখটেনস্টেইনের বিপক্ষে পর্তুগালের ২-০ ব্যবধানের জয়ে গোল করেছেন রোনালদো। ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে স্পেনের ৩-১ ব্যবধানের জয়ে গোল পেয়েছেন বার্সেলোনার ১৬ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে মোহাম্মদ সালাহর ৪ গোলে জিবুতিকে ৬-০ ব্যবধানে হারিয়েছে মিসর।
ভাদুজে সফরকারীদের ম্যাচের প্রথমার্ধে গোল করতে দেয়নি লিখটেনস্টেইন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোর শট লাগে পোস্টে। একটু পরই অবশ্য গোলের দেখা পান পর্তুগালের অধিনায়ক। দিয়েগো জোতার থ্রু বল পেয়ে ঠাণ্ডা মাথায় লিখটেনস্টেইনের জালে পাঠান তিনি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো নিজের রেকর্ডটাই আরও সমৃদ্ধ করেছেন। পর্তুগালের হয়ে এটি ছিল তার ১২৮তম গোল। ৫৭ মিনিটে পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন জোয়াও কানসেলো।
এছাড়া ২০২৬ বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে দারুণ শুরু করেছে মিসর। তুলনামূলক দুর্বল শক্তির জিবুতিকে গোলবন্যায় ভাসিয়েছে তারা। গোলবন্যার শুরুটা করেন সালাহ। লিভারপুলের ফরোয়ার্ড ১৭ মিনিটে করেন প্রথম গোল, পেনাল্টি থেকে দ্বিতীয় গোল পান এর ৫ মিনিট পর। ৪৮ ও ৬৯ মিনিটে মিসরের পরের দুটি গোলও করেন সালাহ। এরপর ৭৩ মিনিটে মোস্তফা মোহাম্মদ ও ৮৯ মিনিটে ত্রেজেগের গোলে ৬-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিসর।