ফিফা বিশ্বকাপ খেলতে আবারও মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ২০২২ বিশ্বকাপ বাছাই প্লে-অফে লাওসকে হারিয়ে (১-০, ০-০) কোয়ালিফাই করেছিল। নিজ মাঠে বাংলাদেশ কখনই হারেনি মালদ্বীপের কাছে। ২০২৬ বিশ্বকাপ বাছাই প্লে-অফে লাল-সবুজরা ২-১ গোলে এগিয়ে থাকার পর আর সমতা আনতে পারেনি মালদ্বীপ। ফলে এই স্কোরলাইন নিয়েই দুর্দান্ত জয়ে বাংলাদেশ এখন ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে কোয়ালিফাই করে।
১৬ নভেম্বর থেকে শুরু হওয়া বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ মেলবোর্নে অস্ট্রেলিয়ার সাথে। আই ‘গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ফিলিস্তিন ও লেবানন।
১২ অক্টোবর মালের মাঠে দুই দলের খেলায় ১-১-এ ড্র হয়। ফলে বিশ্বকাপ বাছাই প্লে-অফে মঙ্গলবার ফিরতি ম্যাচে জয়ের বাধ্যবাধকতা দাঁড়ায় বাংলাদেশ ও মালদ্বীপের। ম্যাচ শুরুর দুই মিনিটে বাংলাদেশ দলের ওপর চড়াও হয়ে দুটি কর্নার আদায় মালদ্বীপের। এ থেকে গোল পেতে পারতো সফরকারীরা। গোলরক্ষক মিতুল মারমা আর ডিফেন্সের দৃঢ়তায় রক্ষা। এই ধাক্কা সামলিয়ে ১১ মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে বাংলাদেশ দল।
২০২৩ সালের ২১ নভেম্বর নিজেদের মাঠে লেবাননের বিপক্ষে পাঠে নামবে বাংলাদেশ দল। ২০২৪ সালের ২১ শে মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বাছাই পর্বের ৩য় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দলগুলোর সাথে আবারো যথাক্রমে ২০২৪ সালের ২৬ শে মার্চ, ৬ জুন এবং সর্বশেষ ১১ জুনে মাঠে নামবে বাংলাদেশ দল।