বিপিএলে মঙ্গলবার মাঠে নামবে যারা
বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকা যখন চতুর্থ ম্যাচ খেলতে নামবে, তখন তাদের প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। এই দুই দলের ম্যাচটি হবে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল।
ঢাকা প্রথম দুই ম্যাচ টানা হারের পর তৃতীয় ম্যাচে গিয়ে পায় জয়ের দেখা। লো স্কোরিং ম্যাচে তারা ৪ উইকেটে হারিয়েছিল ফরচুন বরিশালকে। তারকা সমৃদ্ধ ঢাকার এমন শুরুটা অনেকেই হতাশ করেছে। এমনকি বরিশালের বিপক্ষেও তারা হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকতো না। কারণ ১২৯ পাড়ি দিতে দিতে গিয়ে তারা এক পর্যায়ে মাত্র ১০ রানে হারিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে ঢাকার পক্ষে বাজি ধরার লোক খোঁজতে গেলে হয়তো একজনও পাওয়া যেতো না। তবে ঢাকাকে সেই বিপদ থেকে উদ্ধার করে জয়ের পথে নিয়ে যান মাহমুদউল্লাহ, শুভাগত হোম ও আন্দ্রে রাসেল। তৃতীয় ম্যাচে ঢাকার হয়ে মাশরাফির খেলার কথা থাকলেও পরে তাকে নামানো হয়নি। সিলেটের বিপক্ষেও তার নামার সম্ভাবনা ফিফটি ফিফটি। প্রথম দুই ম্যাচ হারের পর ঢাকার মনোবল অনেক দূর্বল হয়ে পড়েছিল। জয় প্ওায়াতে মনোবল ফিরে পেয়েছেন দলের ি ক্রকেটাররা। জয়ের অন্যতম নায়ক শুভাগত হোম জানিয়েছেন সে রকমটি। তিনি বলেন, একটা ম্যাচ জেতা মানে দলের পরিবেশ পরিবর্তন হয়ে যাওয়া। এখন দলের সবাই আত্মবিশ্বাসী।
সিলেট খুব শক্তিশালী দল নয়। নেই দেশি-বিদেশি তারকা ক্রিকেটার। তারকা বলতে মোহাম্মদ মিঠুন আর তাসকিন আহমেদই। দেশি-বিদেশি ক্রিকেটার যারা আছেন দলের সবাই অভিজ্ঞ। এক সময় মাঠ কাঁপিয়েছেন। রবি বোপারা, কলিন ইনগ্রাম ক্যাসরিক উইলিয়ামস, অলোক কাপালি, সোহাগ গাজী, এনামুল হক বিজয়, মুক্তার আলী বয়সের ভারে ন্যুজ্য। এদের দিয়ে আর যাই হোক দলনেতা মোসাদ্দেক আলী সৈকত বড় কিছু আশা করতে পারবেন না। প্রথম ম্যাচে সিলেট যদিও ৯৬ রান করে লড়াই করেছিল। মেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরেছিল ২ উইকেটে।
দিনের দ্বিতীয় ম্যাচ হাইভোল্টেজ। একদিকে বরিশালের সাকিব-গেইল-ব্রাভো-শান্ত-তাইজুল। অপরদিকে, কুমিল্লার- মোস্তাফিজ-ডু প্লসি-ডেলপোর্ট-মুমিনুল-ইমরুল কায়েস। কুমিল্লাকে বলা হচ্ছে এবারের আসরে সব থেকে শক্তিশালী। যদিও তাদের শক্তির অন্যতম ভরসা সুনিল নারিন ও মঈন আলীকে এখনো পাওয়া যায়নি। তবে সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচে তাদের সেই শক্তির জায়গা দেখা যায়নি। মাত্র ৯৬ রান তাাড়া করতে গিয়ে তারা রীতিমতো হিমসিম খেয়েছে। বরিশাল নিজেদের নামের প্রতি সুবিচার করে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছিল ৪ উইকেটে। কিন্তু মিনিষ্টার গ্রুপ ঢাকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেরে যায় ৪ উইকেটেই। বরিশাল প্রথম দুইটি ম্যাচই খেলেছিল দিনে। আবার ঢাকা দিনে খেলেছে দুই ম্যাচ। রাতে একটি। মঙ্গলবারের ম্যাচটি দুই দলই খেলবে রাতে।
এদিকে প্রথম ম্যাচে যথারীতি চলছে রান খরা। টানা তৃতীয় ম্যাচের পর মঙ্গলবার চতুর্থ ম্যাচে দৃশ্যপটে পরিবর্তন আসে কি না কে জানে?
এমপি/কেএফ/