বিশ্বকাপে ব্যাটিংয়ে সাকিবকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ
সাকিবকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ
এবারের বিশ্বকাপে চমক দেখাতে ব্যর্থ হয়েছে টাইগার বাহিনী। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে অলরাউন্ডার সাকিব আল হাসানের উপরে সকলের প্রত্যাশা ছিল আকাশ পরিমাণ। তবে এই প্রতাশ্যার প্রতিদান সঠিকভাবে দিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ দলের হয়ে তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ভারতের বিপক্ষে একটি ম্যাচ না খেলায় বিশ্বকাপে মোট ৫টি ম্যাচে সাকিব করেছেন যথাক্রমে (১৪, ১, ৪০,১ ও ৫) সবমিলে ৬১ রান। ফলে সাকিবের ব্যাট থেকে গড়ে রান এসেছে ১২.২০।
তবে এতোসব হতাশার মাঝেও নতুনভাবে ব্যাটিংয়ে তাক লাগিয়েছেন বাংলাদেশ দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবারের বিশ্বকাপের ৬টি ম্যাচে তার সংগ্রহ করা রান যথাক্রমে (৩*,৪,১*,১১,২০)। মুস্তাফিজের ব্যাট থেকে গড়ে রান এসেছে ১৩.০।
এদিকে দলের অধিনায়ক হয়েও সাকিবের এমন বাজে পারফরম্যান্সের প্রভাব দলের ওপর ভালোভাবেই পড়েছে। সমালোচনা চলছে সকল মহলেই। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে বল হাতে ৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সাকিব সংগ্রহ করেন ১৪ রান।
বিশ্বকাপের মাঝে ঢাকায় এসে অনুশীলন করে ভারতে ফিরে শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমে ১৪ বলে মাত্র ৫ রান করে সাজ ঘরে ফেরেন সাকিব।
এদিন ডাচদের বিপক্ষে ২৩০ রানের সহজ টার্গেট তাড়া করতে মাঠে নেমে ৭০ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের দিকে এগিয়ে যায় টাইগাররা। এমন পরিস্থিতিতে শতক হাঁকিয়ে দলকে ছন্দে ফেরাতে চেষ্টা করেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।