মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল বাছাইয়ে বাংলাদেশ
হারলেই এক বছরের জন্য ফুটবল থেকে নির্বাসন। আর জিতলেই বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে। এমন ম্যাচে কী অসাধারণ ফুটবল উপহার দিলো বাংলাদেশ। ২০২৬ বিশ্বকাপ বাছাই রাউন্ড ওয়ানে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
মালদ্বীপের সঙ্গে মালেতে ২০২৬ বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করার পরই বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ফিরতি লেগে আরও ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছিলেন। তিনি যে কথাটি শুধুই বলার জন্য বলেননি, সেটা বোঝা গেল ঘরের মাঠে ম্যাচের শুরুর দিকেই।
বসুন্ধরা অ্যারেনায় আজ ম্যাচের ১১ মিনিটেই রাকিব হোসেনের গোলে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে গেছে বাংলাদেশ। রাকিবকে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রসই দিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। দ্রুত গতির দৌড়ে তিনি তাঁর থেকে এগিয়ে থাকা মালদ্বীপের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে রাকিবকে ক্রসটি দিয়েছিলেন। বক্সের মধ্যে মালদ্বীপের আরও দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সেই বলে পা ছুঁইয়ে জালে পাঠান রাকিব।
পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে মালদ্বীপ। বেশ কিছু আক্রমণ করে তারা। ম্যাচের ৩৬ মিনিটে সমতায় ফেরে দ্বীপরাষ্ট্রটি। আইসাম ইব্রাহিমের গোলে সমতায় ফেরে মালদ্বীপ। এরপর আর কোনো গোল না হলে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।
বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় বাংলাদেশ। গোল করে বাংলাদেশকে আবারও লিড এনে দেন ফয়সাল হোসেন ফাহিম।
ম্যাচে পিছিয়ে পড়ে চড়াও হয়ে খেলতে থাকে মালদ্বীপ। তবে ম্যাচের ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার সোহেল রানা। দশজনের দলে পরিণত হয় বাংলাদেশ।
দশজনের দলকে পেয়ে আরও আক্রমণাত্নক হয়ে খেলতে থাকে মালদ্বীপ। একের পর আক্রমণ করে তারা। তবে তাদেরকে হতাশ করে বাংলাদেশের ডিফেন্স।
কাউন্টার অ্যাটাক থেকে বেশকিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। যেখানে তারা খেলবে অস্ট্রেলিয়া, লেবানন ও প্যালেস্টাইনের বিপক্ষে।