মুক্তি পেল ওয়ানডে বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বোলে’
বিশ্ব আসরে ‘অফিসিয়াল এন্থেম’ ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। ক্রিকেট বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে, আর কয়েকদিন বাদেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। এবারের আসরের আয়োজক ভারত। বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে নানা উদ্যোগ হাতে নিয়েছে আয়োজক দেশটি। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপ সামনে রেখে অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে আইসিসি।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আইসিসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে আসন্ন বিশ্বকাপের থিম সং প্রকাশ করে। এবারের বিশ্বকাপের থিম সংয়ের নাম ‘দিল জশন বোলে’। যার বাংলা অর্থ ‘মনটা উৎসব উৎসব করছে’। ভিডিওতে মুখ্য ভূমিকায় দেখা গেছে অভিনেতা রণবীর সিংকে।
দিল জশন বলে’ থিম সংটি সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম। গানের পোস্টার গানের কথা লিখেছেন শ্লোকে লাল ও সাভেরি ভার্মা। এতে কন্ঠ দিয়েছেন প্রীতম, নাকাশ আজিজ, শ্রীরাম চন্দ্র, অমিত মিশ্র, জোনিতা গান্ধী, আকাসা, চরণ।
সংগীত শিল্পী প্রীতম জানিয়েছেন, 'ক্রিকেট ভারতের সর্বশ্রেষ্ঠ আবেগ এবং সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য 'দিল জশন বোলে' রচনা করা আমার জন্য একটি অসাধারণ সম্মানের বিষয়। এই গানটি শুধুমাত্র ১.৪ বিলিয়ন ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য।'
এই মিউজিক ভিডিও-র অন্যতম অভিনেতা রণবীর সিং বলেছেন, 'আমি ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের জন্য এই সংগীত ভিডিও-র অংশ হওয়া সত্যিই আমার কাছে সম্মানের। এটা আমাদের সকলের পছন্দের খেলার উদযাপন।'
ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হলেও এই গান বানানো হয়েছে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কথা মাথায় রেখে। ২০১১ সালে তুমুল জনপ্রিয় হয়েছিল দে ঘুমাকে। এবার কী সেই জনপ্রিয়তাকে ছাফিয়ে যেতে পারবে প্রীতমের তৈরি 'দিল জশন বোলে'? উত্তর দেবে সময়ই।