গেইলের করোনা টেস্ট নেগেটিভ
বিপিএলে খেলার জন্য একদিনে আগেই চলে এসেছিলেন ইউনিভার্সেল বস ক্রিস গেইল। খেলবেন ফরচুন বরিশালের হয়ে।
সোমবার (২৪ জানুয়ারি) মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে তার মাঠে নামার কথা। কিন্তু তার সেই পথে একমাত্র বাধা ছিল করোনা টেস্টের ফলাফল। এসেই তিনি করোনার টেস্ট করতে দিয়েছেন। কিন্তু সেই ফলাফল কী আসে, না আসে, এটা নিয়ে গেইল থেকে শুরু করে ফরচুন বরিশালের টিম ম্যানেজহমেন্ট সবাই ছিলেন শঙ্কায়। শেষ পর্যন্ত গেইলের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই তারা মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে মাঠে নামার আর কোনো বাধাই থাকল না। দিনের প্রথম ম্যাচেই তিনি নামবেন চার-ছক্কার ফুলঝরি ছিটানোর লক্ষ্য নিয়ে।
গেইলের রিপোর্ট এসেছে সোমবার সকালে। দলের পক্ষে থেকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে জানানো হয়েছে সকাল ১১টা ১৭ মিনিটে। প্রথমে জানানো হয়েছিল তার রিপোর্ট পাওয়া যাবে রাত ১০টায়। পরে রাত ১০টার পর যোগযোগ করা হলে জানানো হয়েছিল ১টায় পাওয়া যাবে। কিন্তু রাতে আর পরে যোগাযোগ করা হয়নি। পরে সোমবার সকালে ফরচুন বরিশালের পক্ষ থেকেই তার নেগেটিভ আসার খবর জানানো হয়।
বরিশাল ফরচুন গেইলকে নিয়ে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। প্রথম ম্যাচে তারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছিল ৪ উইকেটে।
এমপি/টিটি/