ওয়ানডেতে নেতৃত্বের দৌড়ে সাকিব ,লিটনের সাথে মিরাজও
ছবি : সংগৃহিত
তামিম ইকবাল অবসর থেকে ফিরিয়ে আসলেও তিনি আর ওয়ানডে দলের অধিনায়কক্ত করবেন না বলে জানিয়ে দিয়েছেন। যার ফলে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক নির্ধারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
তামিম ইকবাল এশিয়া কাপ খেলতে না পারলে ওই আসরে নেতৃত্ব দেবেন তার ডেপুটি লিটন কুমার দাস, এ রকম একটি সিদ্ধান্ত বিসিবি নিয়েই রেখেছিল। কিন্তু গত পরশু রাতে বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনায় মোড় ঘুরে যায় অন্য দিকে।
এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানই এই মুহূর্তের ‘পপুলার চয়েজ’। গত ডিসেম্বরে তামিমের অনুপস্থিতিতে দেশের মাটিতে ভারতের বিপক্ষে নেতৃত্বের পরীক্ষায় সিরিজ জয় দিয়ে উতরে যাওয়া লিটনেরই এক হিসাবে নতুন নেতা হওয়ার লড়াইয়ে এগিয়ে থাকার কথা। কিন্তু গত পরশু রাতে নাজমুল হাসান পাপনের এমন মন্তব্যে সে সম্ভাবনাও ঝুলে আছে, ‘দু-একজনের সঙ্গে কথা না বলে এ বিষয়ে বলতে পারছি না।’ এই কথার পর বোর্ডের বিকল্প ভাবনা অনুমান করে নেওয়াটা কঠিন কিছু নয়।
সাকিব ‘পপুলার চয়েজ’ হলেও বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়কের ওয়ানডে নেতৃত্বে বসাও নিশ্চিত নয় বলেই জানা গেছে। যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে নিয়মিত ছুটে যাওয়া এবং বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ব্যস্ততা মিলিয়ে তাঁকে পুরো সময়ের জন্য পাওয়া নিয়েও সংশয় আছে। বোর্ড তাঁর সঙ্গে নেতৃত্ববিষয়ক আলোচনায় গেলে নিশ্চিতভাবেই এগুলো জানতে চাইবে। এ ক্ষেত্রে তুলনায় অনেক সুবিধাজনক অবস্থানে লিটন ও মিরাজ। সামনে দুজনেরই লম্বা ক্যারিয়ার পড়ে আছে।
নতুন অধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে বোর্ডের দীর্ঘমেয়াদি ভাবনাই আলোচনায় তুলে এনেছে মিরাজকে। নাজমুল, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস এবং তামিমের ত্রিপক্ষীয় সভায় এই অফস্পিনিং অলরাউন্ডারকে অধিনায়ক করার প্রস্তাবও উত্থাপিত হয়েছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য একটি সূত্র।
অবশ্য লম্বা সময়ের বিবেচনায় লিটনকেও উড়িয়ে দেওয়ার উপায় নেই। যাকেই দায়িত্বটি দেওয়া হোক না কেন, বিসিবি চায় সেটি দুই বছরের জন্য তুলে দিতে। নানা দিক বিবেচনায় এখন পর্যন্ত মিরাজের পক্ষেই মত ভারী বলে জানা গেছে। পারফরম্যান্সের বাইরেও দুজনের অনেক কিছুই দেখা হচ্ছে। দলে কার কেমন গ্রহণযোগ্যতা এবং দলকে এক সুতায় গাঁথার সক্ষমতা, বোর্ডের বিশ্লেষণে এসবই মূলত প্রাধান্য পাচ্ছে।
বিশ্বকাপের সময় মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে চনমনে মিরাজই বরং বেশি মানানসই হবেন বলেও মনে করছেন তাঁরা। দলের সবার কাছে তাঁর ‘একসেস’ও ভোট বাড়াচ্ছে মিরাজের। তবে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন ‘যাঁকেই (অধিনায়ক) বানাই না কেন, তামিম-সাকিব-মুশফিকরা সাপোর্টিং দায়িত্বে থাকবে।'