তামিমের না খেলার কথা শুনে সুজন অবাক!
তামিম ইকবাল আর টি-টেয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের হয়ে খেলবেন না-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মুখ থেকে এ কথা বের হওয়ার পর ক্রীড়াঙ্গনে এখন এটিই ‘প্রধান’ আলোচ্য বিষয়! বিপিএল রবিবার (২৩ জানুয়ারি) কোনো খেলা ছিল না।
এদিকে আবার একদিন আগেই চলে এসেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল। এসেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে দিয়েছেন ভিডিও বার্তা। কিন্তু এ সব কিছু ছাপিয়ে তামিম ইকবালের না খেলার বিষয়টিই যেন সবার মুখে।
সোমবার ফরচুন বরিশাল খেলবে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে কথা বলতে সাংবাদিকদের সামনে এসেছিলেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। কিন্তু সেখানে তাকে তামিম ইকবালকে নিয়ে করা হয়েছে অনেক প্রশ্ন। তাকে সে সব প্রশ্নের জবাবও দিতে হয়েছে।
বিসিবির সভাপতির বলা কথা শুনে খালেদ মাহমুদ সুজন নিজেই অবাক হয়েছেন বলে জানান।
তিনি বলেন, ‘একটু তো অবাকই আমি। নিউ জিল্যান্ড যাওয়ার আগেও তামিমের
সঙ্গে কথা বলেছিলাম যে, কেন খেলবি না বা কী কারণ। তখন আসলে অতটা কথাও হয়নি। কিন্তু আমি বলেছিলাম যে ফিরে আসার পর আমি কথা বলব। কিন্তু এত তাড়াতাড়ি তামিমের সঙ্গে কথাও হয়নি আমার। তার আগেই দেখলাম যে পাপন ভাই বলে দিয়েছেন। আসলে এটা তো সবার ব্যক্তিগত ব্যাপার। নিশ্চিতভাবে ওর মতো তো এখন আমাদের টপ অর্ডারে ওরকম ব্যাটসম্যান যে রেডি আছে, তা না। কিন্তু তারপরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি না চায় তাহলে তো জোর করা যায় না। কিন্তু আমাদের সামনে যেতেই হবে। বাংলাদেশ ক্রিকেট তো বসে থাকবে না।’
খালেদ মাহমুদ সুজন তারপরও নিজের অবস্থান থেকে তামিম ইকবালের সঙ্গে কথা বলবেন। সেটা এই বিপিএলেই। এমনকি ২৪ তারিখ সোমবারও হতে পারে। এদিন তামিম ইকাবালের দলের বিপক্ষে সুজনের দলের খেলা আছে। সুজন সেখানেই চেষ্টা করবেন জানিয়ে বলেন, ‘আমি চাইনা এসব নিয়ে ফোনে কথা বলতে, সামনাসামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চয়ই কাল দেখা হবে, সোমবার (২৪ জানুয়ারি ) খেলা আছে ওদের সাথে আমাদের। খেলা শেষে পারলে একবার কথা বলব যে আসলে ওর সমস্যা কোথায়। আর মনোমালিন্যর যেটা আছে, আমর কাজ হচ্ছে এখন যেসব ছোট ছোট সমস্যা আছে দলের মধ্যে সেগুলো ঠিক করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।’
তিনি আরো বলন, ‘আমি তো চাইব বাংলাদেশের বেস্ট টিমটাই তিন ফরম্যাটে খেলুক, ঠিক না? সাকিব খেলছে না বা তামিম খেলছে না। আমি জানি যে ওরা খেলার শেষের দিকে হয়তোবা চলে আসছে। হয়তোবা আরও দুই তিন বছর খেলবে। কিন্তু আমি আগামী একটা বছর খুব ফোকাস করতে চাই। বাংলাদেশের যেহেতু অনেক খেলা আছে এ বছরটায় আমি অলরেডি সাকিবের সঙ্গে কথা বলেছি। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক পয়েন্ট আছে। আমাদের ওয়ানডে অনেক পয়েন্ট আছে। বাংলাদেশ ক্রিকেটটাকে তো আমরা চাই ওদের হাত ধরে একটা পজিশনে নিয়ে যেতে।
এমপি/এমএমএ/