ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না অ্যান্ডি মারে

কোর্টে গড়িয়েছে ফ্রেঞ্চ ওপেনের বাছাইপর্ব। মূল টুর্নামেন্ট শুরু হবে ২৮ মে। তার আগেই রোলা গারো থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন অ্যান্ডি মারে। উইম্বলডনের জন্য প্রস্তুত হতে ফ্রেঞ্চ ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের টেনিস তারকা।
ফ্রেঞ্চ ওপেন খেলা হয় লাল মাটিতে। বলা হয়, ক্লে কোর্ট। উইম্বলডনের লড়াই চলে সবুজ ঘাসের কোর্টে। চলতি মৌসুমে রোলা গারো শেষ হবে ১১ জুন। ৩ জুলাই উইম্বলডনের পর্দা ওঠবে। পরপর দুই টুর্নামেন্ট থাকায় সবুজ ঘাসের কোর্টকে বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সী মারে।
ব্রিটিশ টেনিস তারকা বলেছেন, ‘আমার ক্যারিয়ারের এই পর্যায়ে নির্দিষ্ট কিছু টুর্নামেন্টকে অগ্রাধিকার দেওয়াই সঠিক। আমি এখন আমার শরীরকে বিশ্বাস করি। তবে এই মুহূর্তে উইম্বলডনে আমার বেশিক্ষণ টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।’
এমএমএ/
