মেসিহীন বার্সার প্রথম লা লিগা জয়
লিওনেল মেসি বার্সেলোনা সুপারস্টার। কিংবদন্তির বিদায়ের দুই বছর আগ থেকে লা লিগায় পড়তির দিকে ছিল কাতালান ক্লাবটির পারফরম্যান্স। মেসিকে হারানোর দুই বছর পর ব্যর্থতার বৃত্ত ভাঙল তারা। রবিবার (১৪ মে) রাতে এস্পানিওলের বিপক্ষে ডার্বি ৪-২ গোলে জিতে নিশ্চিত করেছে লা লিগা জয়।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে জয়ের ভিত মজবুত করে বার্সা। বিরতিতে যায় ৩-০ গোলে এগিয়ে থেকে। একাদশ অতিথিদের প্রথম লিড উপহার দেন রবার্ট লেভানদভস্কি। বিংশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেহান্দ্রো বালডে। ৪০ মিনিটে ম্যাচে দলের তৃতীয় এবং মৌসুমের ২১তম লিগ গোল পান লেভানদভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোরলাইন ৪-০ করেন জুলস কৌন্দে।
শেষ দিকে দুই গোল শোধ দিলেও ম্যাচে ফেরার সৌভাগ্য হয়নি এস্পানিওলের। এই জয়ে ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্টে শিরোপা নিশ্চিত হয়েছে বার্সার। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭১। তারাও খেলেছে ৩৪ ম্যাচ।
পরের ম্যাচগুলোতে ফলাফল যাইহোক না কেন, তার প্রভাব পড়বে না শীর্ষে থাকা বার্সার উপর। স্পেনের টপ-ফ্লাইটে মেসিহীন বার্সার এটাই প্রথম সাফল্য। ২০২১ সালের আগস্টে ক্যাম্প ন্যু ছেড়ে যান আর্জেন্টাইন খুদেরাজ। সব মিলে, চার মৌসুম পর লিগ শিরোপা জিতল বার্সা। এর আগে জিতেছিল ২০১৮-১৯ মৌসুমে।
এদিকে ২০২১ নভেম্বরে কোচ হিসেবে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার পর এই প্রথম লা লিগা জয়ের স্বাদ পেলেন জাভি হার্নান্দেজ।
এসজি