আগের চেয়ে কম দামে বিক্রি কাতার বিশ্বকাপের টিকিট
চলতি বছরের নভেম্বরে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ-২০২২। তবে রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবার কম দামে পাওয়া যাবে কাতার বিশ্বকাপের টিকিট। ফিফার ওয়েবসাইট থেকে এই টিকিট কেনা যাবে। এ জন্য ফুটবলপ্রেমীদের ক্লিক করতে হবে এই লিঙ্কে।
বিশ্বকাপের টিকিট ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে তিন নম্বর ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছে ২৫০ কাতার রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৯০০ টাকার কাছাকাছি। এর আগে রাশিয়া বিশ্বকাপে এই ক্যাটাগরির টিকিটের দাম ছিল প্রায় ৮ হাজার ৮০০ টাকা।
এ ছাড়া সবচেয়ে কম মূল্যের টিকিটের দাম ধরা হয়েছে মাত্র ৪০ কাতার রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় ৯৫০ টাকা। তবে এক্ষেত্রে একটি শর্ত মানতে হবে ফুটবলপ্রেমীদের। সেটি হচ্ছে কাতারের নাগরিক হতে হবে তাদের। এর আগে রাশিয়া বিশ্বকাপে এই টিকিটের দাম ধরা হয়েছিল ২২ ইউরো( বাংলাদেশি টাকায় প্রায় ২১৫০ টাকা)।
জানা গেছে, বিশ্বকাপ টিকিটের জন্য আবেদনের প্রথম পর্ব চলছে। আগামী ৮ ফেব্রুয়ারি তা শেষ হবে। এরপর একটি লটারি হবে। সেখানেই নির্ধারিত হবে কার কপালে গ্যালরিতে বসে বিশ্বকাপ দেখার সুযোগ আছে।
এসআইএইচ/