মোহামেডানের চমক, বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে সাদা-কালোরা
ফুটবলপ্রেমিদের চমকে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপের সেমিফাইনালে শক্তিধর বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়েছে সাদা-কালোরা। ঘুঁচিয়েছে, দীর্ঘ দুই যুগ অপেক্ষার অবসান। ২০১৯ সালের পর প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।
ঘরোয়া লিগে এখনো অপরাজেয় বসুন্ধরা। ১৪ ম্যাচে ৪০ পয়েন্টে শীর্ষস্থান পোক্ত করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। যেখানে মোহামেডানের অবস্থান পঞ্চম স্থানে। ১৪তম রাউন্ড শেষে তাদের ঝুলিতে জমা পড়েছে মোটে ১৯ পয়েন্ট। এই দলটিই মঙ্গলবার লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ২-১ ব্যবধানে।
মঙ্গলবার (৯ মে) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই কিংসকে চমকে দেয় সাদা-কালোরা। তৃতীয় মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন এমানুয়েল সানডে। তবে লিড আগলে বিরতিতে যাওয়ার সৌভাগ্য হয়নি তাদের। ৪৩ মিনিটে বসুন্ধরাকে সমতায় ফেরান দরিয়েলতন গোমেজ।
দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যায় মোহামেডান। ৫৫ মিনিটে স্কোরলাইন ২-১ করেন সুলেমান দিয়াবাতে। এই গোল আর শোধ দিতে পারেনি ব্রুজনের শিষ্যরা। তাতে ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে ওঠার আনন্দে মাতে আলফাজ আহমেদের শিষ্যরা। ফেডারেশন কাপে তাদের প্রতিপক্ষ হবে ঢাকা আবাহনী অথবা শেখ রাসেল।
এমএমএ/