রাতে রিয়াল-ম্যানসিটি লড়াই
ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে ইতোমধ্যে দুই শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্টরা : ক্লাব বিশ্বকাপ ও কোপা দেল রে। ম্যানসিটি এখনো শিরোপাহীন। আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ডের দুই প্রতিযোগিতায়- প্রিমিয়ার লিগ ও এফএ কাপে। টিকে আছে চ্যাম্পিয়নস লিগেও। ইউরোপ সেরা টুর্নামেন্টে মঙ্গলবার (৯ মে) রাতে হবে রিয়াল-ম্যানসিটি লড়াই।
আজ রাত ১টায় (বাংলাদেশ সময়) সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দুই জায়ান্ট। খেলা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। বলা বাহুল্য, ঘরের মাঠে ভক্তদের সরব উপস্থিতিতে বাড়তি সুবিধা পাবে রিয়াল। এমনকি পরিসংখ্যানও এগিয়ে রাখছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এক কথায়, বার্নাব্যুতে অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে সিটিজেনদের জন্য।
আগের ম্যাচেই শিরোপা উল্লাস করেছে রিয়াল। লা কার্তুজায় ওসাসুনাকে হারিয়ে ২০১৫ সালের পর প্রথমবার জিতেছে কোপা দেল রে শিরোপা। এর আগে বছরের শুরুতে ক্লাব বিশ্বকাপ জিতে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ইতালিয়ান কোচের অধীনে সম্ভাব্য ৬ শিরোপার প্রতিটি জিতেছে করিম বেনজেমা-ভিনিসিউস জুনিয়রা। যদিও চলমান লা লিগায় শিরোপা রেসে তাদের পেছনে ফেলেছে বার্সেলোনা।
ঘরোয়া লিগে ছন্দ হারালেও চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত সেরা ছন্দে রিয়াল। সেমিতে উঠার পথে বার্নাব্যুতে হারের স্বাদ দিয়েছে চেলসি এবং লিভারপুলকে। এবার আরেক ইংলিশ ক্লাবকে শিকার করার অপেক্ষায় তারা। প্রথম লেগে সর্বশক্তির রিয়ালকেই পাবে ম্যানসিটি। আক্রমণে বেনজেমা, ভিনিসিউস, রদ্রিগো; মিডফিল্ডে টনি ক্রুস, লুকা মদ্রিচ; ডিফেন্সে দানি কারভাহাল, রুডিগের এবং গোলমুখে থাকবেন থিবো কর্তোয়া।
পূর্ণশক্তি নিয়ে মাঠে নামার অপেক্ষায় ম্যানসিটিও। পেপ গার্দিওলার সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হালান্ড। আক্রমণে তার সঙ্গে থাকবেন ইকাই গুন্ডোগান এবং জ্যাক গ্রিলিশ। দুর্দান্ত ছন্দে থাকা কেভিন ডি ব্রুয়েনও শতভাগ ফিট দলকে সার্ভিস দিতে। ওয়ালকার, দিয়াস এবং রদ্রিরাও প্রস্তুত কঠিন লড়াইয়ের জন্য। দুই দলের স্কোয়াড ইউরোপে জমজমাট আভাস দিচ্ছে।
এসজি