মাদ্রিদে মুকুট ধরে রাখলেন আলকারাজ

মাদ্রিদ ওপেনে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখলেন কার্লোস আলকারাজ। রবিবার (৭ মে) রাতে ফাইনালে জার্মান প্রতিপক্ষ ইয়ান-লেনার্ড স্টার্ফকে হারিয়েছেন তিন সেটের লড়াইয়ে। ২০ বছর বয়সী স্প্যানিয়ার্ড জিতেছেন ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে। চলতি মৌসুমে এটিপি ট্যুরে এটা আলকারাজের চতুর্থ শিরোপা এবং সবমিলে ১০ম।
স্বদেশি কিংবদন্তি রাফায়েল নাদালের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মাদ্রিদে ব্যাক-টু-ব্যাক শিরোপা জিতেছেন আলকারাজ। নাদাল এমনটা করেছিলেন ২০১৪ সালে। আগামী সপ্তাহে রোমে ইতালিয়ান ওপেনে লড়াইয়ে নামার আগে নোভাক জোকোভিচকে হটিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিবেন তিনি।
টানা দুই টুর্নামেন্টে শিরোপা উল্লাস করলেন আলকারাজ। এপ্রিলে ট্রফি জিতেন বার্সেলোনা ওপেনে। দুর্দান্ত পারফরম্যান্সে ফ্রেঞ্চ ওপেনে ফেবারিট হিসেবেই মাঠে নামবেন তিনি। রোলা গারোর পর্দা উঠবে আগামী ২৮ মে।
এসজি
