সুপার লিগের তৃতীয় রাউন্ড শুরু রবিবার
সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে কোনো অঘটন ঘটেনি। প্রথম রাউন্ডে ঘটেছিল অঘটন। শিরোপা লড়াইয়ে থাকা দুই দলের এক দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব খুবই বাজে ব্যাটিং করে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরেছিল ৭ উইকেটে। এই রাউন্ডে আবার শিরোপার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালকে চ্যালেঞ্জ জানানো আবাহনী জয় পায় মোহামেডানের বিপক্ষে মাত্র ৮ রানে।
সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে অবশ্য কোনো অঘটন ঘটেনি। প্রত্যাশিত জয়ই পায় আবাহনী ও শেখ জামাল। আবাহনী ৪২ রানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে এবং শেখ জামাল ৮৫ রানে মোহামেডানকে হারিয়েছিল। যে কারণে এখন এই দুই দলের মাঝেই শিরোপা লড়াই সীমাবদ্ধ। ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পরের স্থানেই শেখ জামাল।
আগামীকাল (৭ মে) শুরু হবে সুপার লিগের তৃতীয় রাউন্ড। এই রাউন্ডে আবাহনী খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বিকেএসপির ৩ নম্বর মাঠে। রূপগঞ্জের পয়েন্ট ১৩ ম্যাচে ১৮। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে। শিরোপা জেতার সম্ভাবনা নিয়ে তারা উঠে এসেছিল সুপার লিগে। কিন্তু সুপার লিগের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে হেরে তারা ছিটকে পড়ে। তৃতীয় রাউন্ডের ম্যাচে তাদের জয় শুধুই পয়েন্ট টেবিলে নিজেদের তিন নম্বর অবস্থানকে মজবুতই করবে। আবাহনীর জয় তাদেরকে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
মিরপুরে শেখ জামালের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক সুপার লিগে এসেছে শিরোপা লড়াই থেকে বাদ পড়ে। প্রথম ম্যাচে তারা মাশরাফির রূপগঞ্জকে হারালেও দ্বিতীয় ম্যচে আবার আবাহনীর কাছে হেরে যায় ৪২ রানে। তাদের পয়েন্ট ১৬। শেখ জামালকে হারাতে পারলে তারা তিনে থাকার লড়াইয়ে শামিল হবে। নিজেদের শিরোপা ধরে রাখতে হলে শেখ জামালকে জিততেই হবে। তারা যদি এই রাউন্ডে হেরে যায় আর আবাহনী জয়ী হয়, তাহলে আবাহনীর শিরোপা জয় অনেকটা নিশ্চিত হয়ে যাবে।
ফতুল্লায় মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে না থাকা দুই দল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান। দুই দলের পয়েন্টই ১৩ করে। পয়েন্ট টেবিলে গাজী পাঁচে, মোহামেডান ছয়ে।
এদিকে আগামীকাল বিকেএসপির ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে রেলিগেশন লিগের শেষ ম্যাচ। অগ্রণী ব্যাংক ও শাইনপুকুর। অগ্রণী ব্যাংকের পয়েন্ট ১৩ ম্যাচে ৮। শাইনপুকুরের পয়েন্ট ৬। এই রাউন্ডে শাইনপুকুর জয়ী হলেই তারা প্রিমিয়ার লিগে টিকে যাবে। তখন দুই দলের পয়েন্টেই সমান ৮ করে হলেও প্রথম পর্বের মোকাবিলায় শাইনপুকুর জয়ী হয়েছিল ৮ উইকেটে। হেড টু হেড লড়াইয়ে তারা দুই বারই জেতার কারণে এগিয়ে থাকবে। অগ্রণী ব্যাংক জয়ী হলে তারা টিকে যাবে। দুই দলই রেলিগেশন লিগে নিজ নিজ ম্যাচে হারিয়েছিল নবাগত ঢাকা লিওপার্ডসকে।
এমপি/এসজি